Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, July 8, 2021

মানবিক মুখ্যমন্ত্রীর মুখ চেয়ে রয়েছেন বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকরা

মানবিক মুখ্যমন্ত্রীর মুখ চেয়ে রয়েছেন বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকরা 

teacher


সংবাদ একলব্যঃ 

আজ পার্টটাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে  তাদের দাবি পত্র নিয়ে জমাদেন। 

মূলত তাঁদের একটাই দাবী-

কলেজ পার্ট টাইম শিক্ষকদের মত বিদ্যালয়ের পার্ট টাইম শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের ৬০ বছর বয়স পর্যন্ত কাজের স্বীকৃতি, মর্যাদা ও স্থায়ীকরণ করতে হবে। এই দাবিতেই দীর্ঘ কয়েকবছর থেকে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করছেন তারা। মানবিক মুখ্যমন্ত্রীর উদারতার আশায়। 


প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সভাপতি লক্ষীকান্ত মাইতি , যুগ্ম রাজ্য সম্পাদক প্রলয় কুমার গুড়িয়া এবং কলকাতার জেলা সম্পাদক অরুণ কুমার রাম মহাশয়।

পার্টটাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি লক্ষীকান্ত মাইতি জানান- "আমরা চাই রাজ্য সরকার এবং মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় যথাশীঘ্র সম্ভব এই বঞ্চিত স্কুল পার্টটাইম শিক্ষকদের সরকারি স্বীকৃতি প্রদান করুন এবং এই বঞ্চিত শিক্ষকদের পাশে দাঁড়ান।" 

তিনি আরও বলেন- "অত্যন্ত বেদনার সঙ্গে আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন আমারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো কার্যকর করতে চেয়েছি ,কিন্তু আজও তা কার্যকর হচ্ছে না। এই করোনা লকডাউন পরিস্থিতিতে এই পার্টটাইম শিক্ষক ,শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের তাদের বেশিরভাগেরই দীর্ঘ দেড় বছর ধরে মাইনে পাচ্ছেন না এবং বেশ কিছু জনের অমানবিকভাবে কাজ চলে যাচ্ছে, আমরা দ্রুত আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ প্রার্থনা করছি।" 

এদিন বিধানসভাতেও সংগঠনের প্রতিনিধি দল আউসগ্রাম এর বিধায়ক মাননীয় অভেদানন্দ থান্ডার  এর সঙ্গে সাক্ষাৎ করে , উনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages