দিনহাটা কলেজ ইউনিয়ন রুম বন্ধ সহ একাধিক দাবীতে স্মারকলিপি SFI এর
Please Recommend This Facebook page-দিনহাটা কলেজের ছাত্র-ছাত্রীদের দাবি নিয়ে অধ্যক্ষকে ডেপুটেশন দিল ভারতের ছাত্র ফেডারেশন দিনহাটা কলেজ ইউনিট।এদিন এসএফআই দিনহাটা কলেজ ইউনিট সম্পাদক আব্দুল মালেক পাটোয়ারীর নেতৃত্বে এক প্রতিনিধিদল দিনহাটা কলেজের অধ্যক্ষর কাছে স্বারকলিপি দেন।
এসএফআই দিনহাটা কলেজ ইউনিট সম্পাদক আব্দুল মালেক পাটোয়ারী বলেন করোনা পরিস্থিতিতে গোটা কলেজ ক্যাম্পাস নিয়মিত স্যানিটাইজ করা,খাতা জমা দিতে আসার সময় সকল ছাত্র-ছাত্রীর জন্য মাস্ক ও স্যানিটাইজার ব্যবস্থা করা,যেসব ছাত্র-ছাত্রীর বাড়ি কলেজ থেকে ২০ কিমির বেশি দূরত্বে তাদের কলেজ ক্যাম্পাসেই নিদিষ্ট জায়গায় পরীক্ষা নেবার ব্যবস্থা করা,বর্তমানে যানবাহন এর অপ্রতুলতার জন্যে খাতা জমা নেবার সময়সীমা বাড়ানো, করোনা পরিস্থিতিতে নতুন শিক্ষাবর্ষে সেমিস্টার ফি মুকুব করা,নতুন শিক্ষাবর্ষে সংস্কৃত অনার্স,এডুকেশন পাস ও অনার্স কোর্স চালু করা ও সর্বোপরি কলেজে ইউনিয়ন রুমের দখল নিয়ে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের গোষ্ঠী কোন্দলের কারণে বারবার আক্রান্ত হতে হয় সাধারণ ছাত্র-ছাত্রীদের তাই অবিলম্বে ইউনিয়ন রুম বন্ধের ব্যবস্থা করা অন্যথায় কোন কোন দুর্ঘটনা ঘটলে তার দায় অধ্যক্ষকে নিতে হবে এই দাবিগুলিকে সামনে রেখে আজ আমরা ভারতের ছাএ ফেডারেশনে দিনহাটা কলেজ ইউনিটের পক্ষ থেকে দিনহাটা কলেজের অধ্যক্ষকে ডেপুটেশন দেয়।
এসএফআই দিনহাটা কলেজ ইউনিট সম্পাদক আব্দুল মালেক পাটোয়ারীর জানান- "দিনহাটা কলেজের অধ্যক্ষকে ডেপুটেশন দিলাম আশা করি তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহন করবেন। আজ আমরা দিনহাটা কলেজের অধ্যক্ষ ছাড়াও এই স্বারকলিপির প্রতিলিপি পশ্চিমবঙ্গের রাজ্যপাল,পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভিসি,দিনহাটা র মহকুমা শাসক ও দিনহাটা থানার আইসিকে ও পাঠিয়েছি।"
No comments:
Post a Comment