পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল ধূপগুড়িতে
ধূপগুড়ি,জয়ন্ত বর্মন :
বৃহস্পতিবার সকালে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধূপগুড়ি বাজারে অভিনব প্রতিবাদ করলেন ধূপগুড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। এদিন তৃনমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ভ্যানে মোটরবাইক তুলে এই অভিনব প্রতিবাদ জানালেন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা।
সম্প্রতি উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গে ১০০ টাকা উপর পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে পাশাপাশি ডিজেলের দাম ৯২ টাকার উপরে বৃদ্ধি পেয়েছে। দেশজুড়ে লাগামছাড়া ভাবে বৃদ্ধি হয়েছে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি। আর এরই প্রতিবাদে ধূপগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের এই অভিনব প্রতিবাদ। তৃণমূল ছাত্র পরিষদের দাবি , যে হারে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির হচ্ছে, তাতে মোটরবাইক চালানো মুশকিল হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।
পাম্পের মালিক , কর্মচারী, পেট্রোল নিতে আসা সমস্ত মানুষকে মিষ্টিমুখ করে অভিনব বিক্ষোভে সামিল হয় তৃনমুল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা।
অপরদিকে বামপন্থী নেতৃত্বরা এদিন ধূপগুড়ি শহরের প্রতিবাদ মিছিল করে। বামপন্থী সংগঠনের তরফ জানানো হয়েছে পেট্রোপণ্যের যে হারে মূল্য বৃদ্ধি পেয়েছে তাতে সাধারণ মানুষদের খুবই অসুবিধার মধ্যে পড়ছেন। যতদিন না এই পেট্রোপণ্যের দাম না কমে আমাদের এই আন্দোলন বিভিন্ন জেলায় যেমন চলছে আগামীতেও আমাদের চলবে।
No comments:
Post a Comment