চোলাই মদের কারবার রুখতে তৎপর সাঁকরাইল থানা
শচীন পাল ঝাড়গ্রাম:-
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক জুড়ে চোলাই মদের কারবার রুখতে ফের একবার সক্রিয় হল সাঁকরাইল থানার পুলিশ। সম্প্রতি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক জুড়ে চোলাই মদের কারবার দিনদিন বাড়ছে বলে খবর।
শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে চারটি চোলাই ঠেক সাফল্যের সঙ্গে ভাঙ্গার পর একজনকে গ্রেফতার করল সাঁকরাইল থানার পুলিশ। ঘটনা ওই থানা এলাকার খুদমরাই অঞ্চলের বনকাটি গ্রামের। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম তোতা হাঁসদা।
সূত্রের খবর ধৃতকে শুক্রবার ঝাড়গ্ৰাম আদালতে তোলা হয়। চোলাই কারবার রুখতে সাঁকরাইল থানার এই ধারাবাহিক অভিযানে খুশি স্থানীয় মানুষজন।
No comments:
Post a Comment