Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, July 9, 2021

রাজ্য সড়কের ওপর দাঁপিয়ে বেড়ালো দলছুট দাঁতাল

রাজ্য সড়কের ওপর দাঁপিয়ে বেড়ালো দলছুট দাঁতাল




শচীন পাল,ঝাড়গ্রাম:- 

ভরা বর্ষায় জঙ্গলে খাবারের আকাল খাবারের সন্ধানে আবারো লোকালয়ে ঢুকে পড়লো দলছুট দাঁতাল। আজাকাল প্রায়ই লোকালয়ে হাতি চলে আসার খবর শোনা যায়। ফের একবার আজ লোকালয়ে হাতি। 


শুক্রবার বিকেলে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের তপসিয়া ও রান্টুয়া বাজার এলাকায় দাঁপিয়ে বেড়ালো দলছুট দাঁতাল। হাতির দেখা মেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাস্তায় হাতি দেখে থমকে দাঁড়ান পথচলতি মানুষ।

প্রত্যক্ষদর্শীদের কথায়, রাস্তায় হাতি বহু মানুষ ভিড় জমান রাস্তায়। কাউকে আবার দেখা গেল হাতিটিকে উত্তপ্ত করতে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages