পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে S.U.C.I এর বিক্ষোভ মিছিল ধূপগুড়িতে
শুক্রবার সকালে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধূপগুড়ি শহরে বিক্ষোভ মিছিল ও জনস্বাস্থ্য বিরোধীর প্রতিলিপি পোড়ালেন ধূপগুড়ি কমিউনিস্ট পার্টি S.U.C.I । এদিন S.U.C.I এর পক্ষ থেকে ধূপগুড়ির নেতাজিপাড়া থেকে সেই প্রতিবাদ মিছিল শুরু করে শহরের ট্রাফিক মোড়ে সেই প্রতিলিপি পোড়ানো হয়। সম্প্রতি উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গে ১০০ টাকা উপর পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে পাশাপাশি ডিজেলের মূল্য ৯২ টাকার উপরে। দেশজুড়ে লাগামছাড়া ভাবে বৃদ্ধি হয়েছে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি। আর এরই প্রতিবাদে ধূপগুড়িতে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ মিছিল করছেন।
যে হারে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির হচ্ছে, তাতে মোটরবাইক চালানো মুশকিল হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।
এদিন কমিউনিস্ট পার্টি S.U.C.I এর তরফে জানানো হয়েছে, যেভাবে আকাশ ছোঁয়া পেট্রোল-ডিজেল এমনকি কেরোসিন তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম, গত সাত দিনে যে হারে বৃদ্ধি পেয়েছে তারই প্রতিবাদে আজকের এই মিছিল।
এই মূল্যবৃদ্ধি যতদিন না স্বাভাবিক হচ্ছে আরও বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হব আমরা।
No comments:
Post a Comment