সিক্রেট অফ ইনার পিস এন্ড আউটার ডাইনামিজম-শীর্ষক আন্তর্জালিক আলোচনা সভা
সুজাতা ঘোষ, বাগডোগরা:
শিলিগুড়ি কেন্দ্রিক বিজ্ঞানবন্ধু সংস্থা "এসোসিয়েশন ফর লিবারেল লার্নিং এন্ড রিসার্চ"-এর উদ্যোগে গত রবিবার ৪ঠা জুলাই ২০২১, "সিক্রেট অফ ইনার পিস এন্ড আউটার ডাইনামিজম" শীর্ষক একটি আন্তর্জালিক আলোচনা সভার আয়োজন করা হয় ।
এদিনের অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা সপ্রতিভভাবে অংশগ্রহণ করে । অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সহ-সভাপতি ড. নীতা মিত্র চন্দ । অনুষ্ঠানের সূত্রকে ললিত কণ্ঠে বেঁধে রেখেছিলেন সংস্থার সদস্য সৌরভ দাস। আন্তর্জাতিক স্তরে প্ৰখ্যাত দুই ভারতীয় বিজ্ঞানী, ড. সুবিনয় দাশ ও ড. বনানী চক্রবর্তী, তাঁদের যোগাভ্যাস ও ধ্যানচর্চার বিভিন্ন অভ্যাস ও উপকারিতা বিষয়ে একটা অতি মনোগ্রাহী আলোচনা করেন । উপস্থিত সকল অংশগ্রহণকারী যেন একসূত্রে একটা শান্ত ও স্থিতির আবেশে যুক্ত হয়ে পড়েন । আলোচনা ছাড়াও ছাত্র-ছাত্রী-অভিভাবকদের প্রত্যক্ষ প্রশ্নের উত্তর দেন সন্মানীয় বক্তারা ।
No comments:
Post a Comment