Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, July 5, 2021

একই দিনে ঝাড়গ্রামে বালি গাড়ির ধাক্কায় মৃত্যু হল ২ জনের

একই দিনে ঝাড়গ্রামে বালি গাড়ির ধাক্কায় মৃত্যু হল ২ জনের





শচীন পাল,ঝাড়গ্রাম:-


বালি বোঝাই ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গোপীবল্লভপুরের চোরমুন্ডীতে মৃত্যু হল এক বাইক আরোহীর। জানা গেছে রবিবার দুপুরে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সাতমা থেকে একটি বাইকে চেপে তিনজন গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কুলিয়ানা গ্রামে বিয়েবাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। ওই সময় চোরমুন্ডী চকে হঠাৎ করে বাইকটিকে ধাক্কা মারে একটি বালি বোঝাই ডাম্পার। তখন ঘটনার খবর পেয়ে আহত বাইক আরোহীদের উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চম্পাবতি দন্ডপাট নামে বছর ৩৪ এর গুরুতর আহত বাইক আরোহী মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। 


ঘটনার খবর পেয়ে চোরমুন্ডীর ঘটনাস্থলে হাজির হয়েছে বেলিয়াবেড়া থানার বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে ঘটনায় শোকে মূহ্যমান নিহত ব্যক্তির পরিবার এবং আত্মীয় স্বজনরা। পাশাপাশি স্থানীয়দের মধ্যে এলাকায় বালি গাড়ির দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ বাড়তে শুরু করেছে। অভিযোগ গোপীবল্লভপুরের কুঠিঘাট চোরমুন্ডী থেকে ৯ নম্বর রাজ্য সড়কের বাহারুনা পর্যন্ত বালি গাড়ির দৌরাত্ম্যে সাধারণ মানুষের নিরাপদ মাত্রা একপ্রকার প্রশ্নের মুখে পড়ে গেছে। 



স্থানীয়রা বেপরোয়া বালি গাড়ির চাকায় পিষ্ঠ হওয়ার ভয়ে ভুগতে থাকেন। পাশাপাশি বছরের একাধিকবার ওই রাস্তায় উপর দুর্ঘটনাও ঘটে বলে অভিযোগ।আপর দিকে সাঁকরাইল থানার অন্তর্গত মুরগিপাড়ার পাশে কুশমিখাল ব্রীজের পাশে বাইক আরোহীর সাথে ডাম্পারের সংঘর্ষ ঘটে। ঘটনা স্থলেই বাইক আরোহীর মৃত্যু হয়। ঘটনা স্থলে গিয়ে জানা যায় ডাম্পার গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাশের বাইক আরোহীকে ধাক্কা মেরে রাস্তার নিচে জমিতে পড়ে যায়।ঘটনায় এলাকায় উত্তেজন বিশাল পুলিশ বাহিনি ।মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠান হয়েছে ।ঘাতক ট্রাক আটক করেছে পুলিশ চালক পালাত ঘটনার তদন্তে পুলিশ॥

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages