রবিবারের ক্যানভাস - ৪ঠা জুলাই ২০২০
সাহিত্যের মাধ্যমে মনে- মনে, আত্মায়-আত্মায়, হৃদয়ে- হৃদয়ে মিলন, মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও সুস্থ পরিবেশ গঠন করতে ও সাহিত্য জগতে নতুন ব্যক্তিত্বের আত্মপ্রকাশ ঘটানোর স্বপ্ন নিয়ে সংবাদ একলব্যের সাহিত্য পাতা ‘রবিবারের ক্যানভাস’ আজ থেকে পথ চলা শুরু করল। দেশ বিদেশের কবি- সাহিত্যিকের মূল্যবান লেখা পাঠক সমাজের কাছে পৌঁছে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিটি নতুন কুড়ি এই সাহিত্য পাতার হাত ধরে পাঠক সমাজের কাছে উপস্থিত হতে পারলে আমরা খুশি।
সাহিত্য পাতা ‘রবিবারের ক্যানভাস’-র কর্মযজ্ঞে সাহায্যকারী ও পরামর্শ দাতার কাছে আমরা চির কৃতজ্ঞ। পাশাপাশি, কবি, লেখক, প্রাবান্ধিক সকল সাহিত্য মনস্ক ও পাঠক সমাজের মানুষকে ধন্যবাদ ও ভালোবাসা।
প্রতি সপ্তাহের 'রবিবার' সংবাদ একলব্যের সাহিত্য পাতা 'রবিবারের ক্যানভাস' প্রকাশিত হবে। আপনারাও পাঠিয়ে দিন আপনাদের অপ্রকাশিত লেখা, তোলা কিংবা আঁকা ছবি।
নিয়মাবলী:
যেকোনো প্রকার সাহিত্য প্রকরণ, নিজস্ব তোলা ছবি ও আঁকা ছবি পাঠাতে পারেন।
লেখা পাঠাতে হবে প্রতি শুক্রবার রাত ১১টার মধ্যে যা রবিবার প্রকাশিত হবে।
লেখা বা ছবির সাথে নাম, ঠিকানা, মোবাইল নং ও নিজের ছবি পাঠাবেন।
মেইল বডি বা হোয়াটস অ্যাপ বডিতে টাইপ করে লেখা পাঠাবেন।
ডকুমেন্ট বা পিডিএফ ফাইল গ্রহন যোগ্য নয়।
লেখা পাঠান:
Mail: editor@sangbadekalavya.in
WhatsApp: 7047549480
No comments:
Post a Comment