যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির
গোপীবল্লভপুর ১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির।
শচীন পাল ,ঝাড়গ্রাম:-
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কিছুটা হলেও কমেছে, এদিকে দোর গোড়ায় কড়া নাড়ছে তৃতীয় ঢেউ। ঠিক এমনি পরিস্থিতিতে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে উদ্যোগ নিয়েছে ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূল কংগ্রেস। রবিবার গোপীবল্লভপুর ১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোপীবল্লভপুরের যাত্রা ময়দানে রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো।
আজকের এই মহতী রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্ত দান করেন। রক্তদান শিবির শুরুর আগে একটি সংক্ষিপ্ত উদ্বোধনী সভা হয়। এই সভাতে উপস্থিত ছিলেন নায়গ্রাম বিধান সভার বিধায়ক দুলাল মুর্মু। বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা। ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু ঘোষ।
এছাড়াও, উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যকাম পট্টনায়েক, ব্লক সভাপতি হেমন্ত ঘোষ। ঝাড়গ্রাম জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক। গোপীবল্লভপুর ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা লকেশ কর। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য ব্লক নেতৃত্ব।
No comments:
Post a Comment