Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, July 13, 2021

মানবদরদী অজিত মাইতিকে নতুন ট্রাইসাইকেল উপহার দিলো সুবর্ণরৈখিক ফেসবুক গ্রুপ

মানবদরদী অজিত মাইতিকে নতুন ট্রাইসাইকেল উপহার দিলো সুবর্ণরৈখিক ফেসবুক গ্রুপ





শচীন পাল,ঝাড়গ্রাম



ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ ব্লকের খাড়বান্ধি এলাকার মানবদরদী বৃদ্ধ অজিত মাইতিতে রথযাত্রার দিনে নতুন ট্রাইসাইকেল উপহার তুলে দিল সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ আমারকার ভাষা আমারকার গর্ব।


ঘটনার সুচনা দিন কয়েক আগে।ওই দিন খাড়বান্ধির রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কয়েকজন আত্মীয়কে নিয়ে ভ্যাকসিনেশন ক্যাম্পে গিয়েছিলেন এই ফেসবুক গ্রুপের অন্যতম পরিচালক এডমিন বিশ্বজিৎ পাল। তিনি দেখেন বৃদ্ধ অজিত মাইতি তাঁর ভাঙাচোরা ট্রাই সাইকেলে কিছু ইট এনে স্বাস্থ্য কেন্দ্রে ঢোকার রাস্তায় ফেলছেন। বিশ্বজিৎ বাবু ভেবেছিলেন অজিত বাবু হয়তো নিজের সাইকেলটিকে পার করার জন্য এই ব্যবস্থা করছেন। কিন্তু বিশ্বজিৎবাবু দেখেন ওই বৃদ্ধ ইট কাদাতে ফেলে যাতায়াতের রাস্তা করে দিয়ে ফিরে যাচ্ছেন। বিশ্বজিৎ বাবু ছুটে গিয়ে এর কারণ জানতে চাইলে অজিত বাবু জানান স্বাস্থ্যকেন্দ্রে আসা আমজনতার দুর্ভোগে কমাতে তিনি নিজের বাড়ি থেকে ইট এনে ফেলছেন।তাঁর এই মানবিক কাজে খুব খুশি হন বিশ্বজিৎ বাবু। 



পাশাপাশি ভাঙাচোরা ট্রাই সাইকেলটা বিশ্বজিৎবাবুকে কষ্ট দেয়। তিনি ঠিক করে ফেলেন এর কিছু একটা সুরাহা করতে হবে।তিনি গোটা ঘটনা ফেসবুকে শেয়ার করেন।এই পোস্ট দেখে গ্রুপের অনেক সদস্য ও শুভানুধ্যায়ীরা অনেকেই সাহায্য করতে এগিয়ে আসেন।সেইমতো মঙ্গলবার রথযাত্রার সকালে নতুন ট্রাইসাইকেল তুলে দেওয়া হলো অজিত মাইতির হাতে। সাইকেল পেয়ে খুশি বৃদ্ধ অজিত মাইতি,তাঁর স্ত্রী রিক্তা মাইতি এবং তাঁর পরিবারের লোকেরা। বৃদ্ধ আশীর্বাদ করেন ফেসবুক গ্রুপের সদস্য ও শুভানুধ্যায়ীদের। 



এদিনের কর্মসূচিতে গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল, অনিমেষ সিংহ,শিব পাণিগ্রাহী,মণিময় সাউ, কিশোর কুমার রক্ষিত, অংশুমান পাহাড়ি, পলাশ দে, রাজীব বেরা, মানস মাইতি, কৌশিক রক্ষিত, মনোরঞ্জন বাড়ি, রথিকান্ত মাইতি, দীপক বিশ্রাম, নিত্যানন্দ নায়েক, দীপাঞ্জন ঘোষ,সমীরণ পট্টনায়েক, গুরুপদ শিট, সৌভিক সাঁতরা, অভিজিৎ মাইতি রামকৃষ্ণ পাল সহ অন্যান্যরা।



গোপীবল্লভপুরের আমরদা থেকে গ্রুপের পক্ষে সুদীপ কুমার খাঁড়া জানান, তাঁরা তাঁদের ফেসবুক গ্রুপের মাধ্যমে যেমন সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা করছেন, তেমনি ক্রীড়া, সাংস্কৃতিক , সমাজসেবা ও পরিবেশ সচেতনতা মূলক বেশকিছু কর্মসূচি গ্রহণ করছেন, খাড়বান্ধির কর্মসূচিও এই ধরনের একটি কর্মসূচি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages