সাহেবগঞ্জ থানার কিশামত দশ গ্রাম অঞ্চলের অন্তর্গত টিয়াদহ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টিয়াদহ পল্লীশ্রী ক্লাবের উদ্যোগে আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এই খেলায় অংশ নেয় ভেটাগুড়ি সাউথ কর্ণার ক্লাব, টিয়াদহ পল্লীশ্রী ক্লাব, নিগমানন্দ ফুটবল অ্যাকাডেমি, চিলকিরহাট যুব সংঘ, বি. এস. আর বয়েজ, দিনহাটা ডলফিন ক্লাব।
টান টান উত্তেজনায় চুড়ান্ত খেলায় অংশ গ্রহন করে দিনহাটা মর্নিং ইউনিট এবং বামনহাট যুব সংঘ। পরিশেষে ২-১ গোলে দিনহাটা মর্নিং ইউনিট বামনহাট যুব সংঘকে পরাজিত করে।
এই খেলায় উপস্হিত ছিলেন দিনহাটা ২ নং ব্লক শিক্ষা কর্মাধ্যক্ষ সুকুমার বর্মন, স্হানীয় পঞ্চায়েত সদস্য সন্তোষ অধিকারী প্রমুখ।
No comments:
Post a Comment