পালিত হল ১১৬ তম ধূপগুড়ি থানার প্রতিষ্ঠা দিবস
ধূপগুড়ি থানার প্রতিষ্ঠা দিবস পালন করা হলো রবিবার ১১৬ তম বছরে পড়ল ধূপগুড়ি থানা। এদিন এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় থানা চত্বরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার গ্ৰামীণ ওয়াংডেন ভুটিয়া, ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা, প্রাক্তন বিধায়ক মিতালি রায়, পৌরসভার চেয়ারপারসন ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ সিং সহ অনেকে।
ধূপগুড়ি থানার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে থানা চত্বর সাজিয়ে তোলা হয়েছে। প্রতিবছর এই দিনটি ঘটা করে পালন করা হলেও এবছর করোনা আবহে সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান করা হয়েছে।
এদিন এই উপলক্ষে থানার পক্ষ থেকে খুদে খেলোয়াড়দের হাতে ফুটবল, জার্সী সহ খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয়।
উল্লেখ্য ১৯০৫ সালের ১১ ই জুলাই ধূপগুড়ি থানা স্থাপিত হয়। প্রথমে থানাটি নির্মাণ হয় ধূপগুড়ির শালবাড়িতে। পরে ধূপগুড়িতে নিয়ে আসা হয়।
পালিত হল ধূপগুড়ি থানার ১১৬ তম প্রতিষ্ঠা দিবস
Posted by Sangbad Ekalavya on Sunday, July 11, 2021
No comments:
Post a Comment