পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোপীবল্লভপুরে তৃণমূলের গণস্বাক্ষর অভিযান
শচীন পাল,ঝাড়গ্রাম:-
পেট্রোপণ্যের অস্বাভাবিক হারে তৃণমূল কংগ্রেসের ডাকে রাজ্য জুড়ে তৃণমূল নেতাকর্মীদের প্রতিবাদ মিছিল চলছে। কোথাও কুশপুতুল দাহ কোথাও টাওয়ার জ্বালিয়ে আবার কোথাও অবস্থান বিক্ষোভে সামিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আজ গোপীবল্লভপুর ১ নং ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোপীবল্লভপুর পেট্রোল পাম্পে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল মুর্মু। গোপীবল্লভপুর ১ নং ব্লকের যুব সভাপতি সত্যকাম পট্টনায়েক। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হেমন্ত ঘোষ। ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক সহ অন্যান্য অঞ্চল ব্লক ও অঞ্চল নেতৃত্ব।
No comments:
Post a Comment