গোপীবল্লভপুর ২ নং ব্লকের চাঁদনী চকে তৃণমূলের অবস্থান-বিক্ষোভ
শচীন পাল,ঝাড়গ্রাম:-
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও সাধারণ মানুষের ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল নেতা কর্মীদের বিক্ষোভ কর্মসূচির নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর সেই নির্দেশ মত রবিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেলিয়াবেড়া চাঁদনী চকে হলো অবস্থান বিক্ষোভ কর্মসূচি।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল মুর্মু।গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাতো। তৃণমূল কংগ্রেসর ব্লক সভাপতি টিঙ্কু পাল।ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কালিপদ সুর সহ অন্যান্য অঞ্চল ও ব্লক নেতৃত্ব।
No comments:
Post a Comment