বিশেষ অভিযান চালিয়ে মোট ত্রিশ জনকে গ্রেফতার - সাহেবগঞ্জ থানা
সমীর হোসেন, সাহেবগঞ্জ : শুক্রবার সন্ধ্যা থেকে সাহেবগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ত্রিশ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
তারমধ্যে অবৈধ মদ বিক্রির অভিযোগে ২ জন,মদ্যপ ব্যক্তি ২১ জন, এবং ৭ জনকে জুয়ার আসর থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। এছাড়াও ৯ বোতল দেশী মদ উদ্ধার করা হয় ।
প্রসঙ্গত দিনহাটা ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় অসামাজিক অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে সাহেবগঞ্জ থানা সেই কারণে ব্লকের বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন। এদিন সন্ধ্যা থেকে সাহেবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অ্যান্টনি হোরোর নেতৃত্বে বিশেষ টিম বিভিন্ন এলাকায় অভিযান চালায় এবং ৩০ জনকে গ্রেফতার করে। সাহেবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অ্যান্টনি হোরো জানিয়েছেন আগামীতেও এধরনের অভিযান চালানো হবে।
No comments:
Post a Comment