Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, August 30, 2021

ফাঁসিরঘাট সেতুর দাবিতে বিশেষ আলোচনা সভা আন্দোলন কমিটির

 

ফাঁসিরঘাট সেতুর দাবিতে বিশেষ আলোচনা সভা আন্দোলন কমিটির 





আজ দুপুরে ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির উদ্যোগে কোচবিহার 1 নং ব্লকের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ঘুঘুমারির ফাঁসিরঘাট এলাকায় বেশকিছু মহিলাদের নিয়ে সেতুর দাবি আদায়ের লক্ষ্যে বিশেষ মিটিং সম্পন্ন হয়।




এই মিটিংয়ে কমিটির তরফ এ উপস্থিত ছিলেন কমিটির সভাপতি কাওসার আলম ব্যাপারী, সম্পাদক বিশিষ্ট আইনজীবী মনিরুজ্জামান বেপারী, কল্যাণ মিত্র, শামিম ইসলাম (মিঠু)। এই মিটিংয়ে মহিলাদের আন্দোলন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের মধ্যে মৌসুমী রায় ও মিনতি বর্মন রায়কে যৌথভাবে কোচবিহার জেলা মহিলা কমিটির কনভেনার নিযুক্ত করা হয় অন্যদিকে কোচবিহার 1 নং ব্লকের মহিলা কমিটির কনভেনার যৌথভাবে বিনতি রায় ও সোনা মনিকে নিযুক্ত করা হয়।




আজকের এই মিটিং থেকে সিদ্ধান্ত গৃহীত হয় আগামীতে সেতুর দাবিতে বিভিন্ন ডেপুটেশনের সঙ্গে সঙ্গে কোচবিহার কাছারী মোড়ে মানব বন্ধন কর্মসূচীর। এই মানববন্ধন কর্মসূচি আগামী সেপ্টেম্বর মাসেই সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।




আজকে আন্দোলন কমিটিতে যুক্ত হয়ে মৌসুমী রায় বলেন , সেতুর দাবি আমাদের সকলের দাবি এ দাবি পূরণের জন্য ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির তরফে যা যা নির্দেশ আসবে সেগুলো আমরা পালন করব। আমাদের অধিকার ও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের এই সেতুর দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে অংশগ্রহণ। এবার আমরা মহিলারাও অধিক সংখ্যায় আন্দোলনে যুক্ত হয়ে আন্দোলনকে দুর্বার করে তুলবো। আমরা আশাবাদী রাজ্য সরকার আমাদের দাবির যৌক্তিকতা মেনে নিয়ে দাবি পূরণে সচেষ্ট হবে।




অন্যদিকে ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কাওসার আলম ব্যাপারী বলেন আমাদের আন্দোলনে মহিলাদের অংশগ্রহণে শক্তি অনেকাংশে বেড়ে গেল। এবার আমরা দাবি পূরণের লক্ষ্যে নারী-পুরুষ নির্বিশেষে রাজপথে নামবো। আমাদের দাবি একটাই ফাঁসিরঘাটে সেতু চাই।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages