ফাইন্ড মাইন্ড - এর উদ্যোগে আন্তর্জালিক আলোচনা সভা
সুজাতা ঘোষ , বাগডোগরা:
বিজ্ঞানবন্ধু সংস্থা "এসোসিয়েশন ফর লিবারেল লার্নিং এন্ড রিসার্চ"-এর মনোবিজ্ঞানমূলক শাখা "ফাইন্ড_মাইন্ড" - এর উদ্যোগে গত শনিবার ১৪ই অগাস্ট ২০২১, "ইমপ্যাক্ট অফ কোভিড - ১৯ অন মাইন্ড এন্ড হেলথ : এস্পেসিয়ালি অন চিলড্রেন এন্ড এডোলেসেন্টস" শীর্ষক একটি আন্তর্জালিক আলোচনা সভার আয়োজন করা হয় ।
বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকেরা এই অনুষ্ঠানে সপ্রতিভভাবে অংশগ্রহণ করে । অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সহ-সভাপতি ড. নীতা মিত্র চন্দ । প্ৰখ্যাত ভারতীয় মনোবিজ্ঞানী, ড. উত্তম মজুমদার, আজকের এই অস্থির ও অশান্ত সময়ে শিশু - কিশোরদের সুস্থ মানসিকতা ও দৈনিক অভ্যাস ও উপকারিতা বিষয়ে একটা অতি মনোগ্রাহী আলোচনা করেন ।
আলোচনা ছাড়াও ছাত্র-ছাত্রী-অভিভাবকদের প্রত্যক্ষ প্রশ্নের উত্তর দেন সন্মানীয় বক্তা । অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল অভিভাবক ও শিক্ষক - শিক্ষিকাদের মাধ্যমে ছাত্র - ছাত্রীদের অনুপ্রানিত ও উজ্জীবিত করা । কিশোর মনের আবেগগুলিকে অনুশাসিত ও পরিবর্ধিত করার সফল প্রচেষ্টা ।অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এই অনাবিল মুহূর্তের সমাপ্তি ঘোষণা করেন সংস্থার সদস্যা ড. রাতুলা মুখার্জি পাল । ছাত্রছাত্রীদের অভিভাবকগণ, এদিনের আলোচনা সভায় বিভিন্ন স্কুলের একাধিক সন্মানীয় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন ।
এই সংস্থার বিভিন্ন অনুপ্রেরণামূলক কর্মকাণ্ডের আগামী প্রচেষ্টার প্রতি শুভকামনা জানিয়েছেন সভায় উপস্থিত সকলে।
No comments:
Post a Comment