Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 31, 2021

ম্যাজিক হ্যান্ডস পার্লারের উদ্বোধনে উপস্থিত টলিউড নায়িকা সায়ন্তনী ঘোষ ঠাকুর

ম্যাজিক হ্যান্ডস পার্লারের উদ্বোধনে উপস্থিত টলিউড নায়িকা সায়ন্তনী ঘোষ ঠাকুর



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোলঃ 

ম্যাজিক হ্যান্ডস পার্লার এর উদ্বোধন করলো টলিউড নায়িকা সায়ন্তনী ঘোষ ঠাকুর। সৃষ্টি নগরের সেন্ট্রাম মলে। এদিন পার্লারের শুভ সূচনা করে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায় সঙ্গে ছিলেন বিধায়ক পত্নী। এছাড়াও ম্যাজিক হ্যান্ডস পার্লারের কর্ণধার সুতপা চ্যাটার্জি সহ পার্লারের সহকর্মীরা।

এই পার্লারে নতুন ধরনের সরঞ্জাম রয়েছে।


এদিন বলিউড নায়িকা সায়ন্তনী ঘোষ ঠাকুর নিয়ে অনুভূতি বলেন, কোভিডের কারণে কোথায় যেতে পারিনি কলকাতা ছাড়া। এর আগেও আসানসোল এসেছিলাম,এবার এসে খুব ভালো লাগছে বলে জানান।


অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায় বলেন,ম্যাজিক হ্যান্ডস এর পার্লারে উদ্বোধনে আমাকে আমন্ত্রিত করার জন্যে আমি খুব আনন্দিত। তবে আরো ভালো লাগলো আমার বাড়ির সামনেই এই পার্লার উদ্বোধন হওয়ায় খুব ভালো হয়েছে বলে জানান তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages