পুরানো গাছ কাটার সিদ্ধান্তে বদল না হলে বৃহত্তর আন্দলনের ভাবনা DCDO-র
আজ দিনহাটা কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DCDO)-র পক্ষ থেকে WBSEDCL এর  Divisional Manager কে একটি ডেপুটেশন দেওয়া হয়। দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ স্যোসাল মিডিয়া প্লাটফর্মে   দিনহাটা ইলেক্ট্রিসিটি সাপ্লাই অফিস (WBSEDCL Dinhata CCC) প্রাঙ্গণের এক প্রান্তে অবস্থিত প্রাচীন কয়েকটি বৃহদাকার গাছ কেঁটে সেখানে নতুন আবাসন তৈরির পরিকল্পনার কথা শোনা যাচ্ছিলো। আর তাই দিনহাটার সচেতন মানুষজন এর প্রতিবাদে নামে। আজ লিখিত আকারে সেই প্রতিবাদকে স্মারকলিপি আকারে WBSEDCL এর  Divisional Manager এর হাতে তুলে দেওয়া হয়।
DCDO-র সম্পাদক রতন সাহা বলেন- নির্বিচারে উদ্ভিদ নিধনের কুফল আমরা প্রতিনিয়তই অনুভব করতে পারছি।  ইতিমধ্যেই শহরের প্রায় সমস্ত প্রাচীন গাছগুলোকেই নানা অছিলায় কেঁটে ফেলা হয়েছে এবং তাতে শহরের প্রাকৃতিক ভারসাম্যে প্রচন্ডরকম ব্যাঘাত ঘটছে, ফলস্বরূপ অনাবৃষ্টি নয়তো অতিবৃষ্টিতে শহর তথা শহরতলীর নাজেহাল অবস্থা আমরা পরিলক্ষিত করতে পারছি। তাই এই বৃহদাকার প্রাচীন গাছগুলোকে(বট,পাকুড়,আম) বাঁচিয়ে রেখেই যাতে নতুন ভবনটির নক্সা তৈরি করে সেই কথা জানানো হয়েছে।
রতন সাহা আরও জানান- "আমাদের সংস্থার পক্ষ থেকে তাঁদের গৃহীত সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছি, সিদ্ধান্তের বদল না হলে  আমরা বৃহত্তর আন্দলনে সামিল হতে বাধ্য হবো।"
এদিন স্মারকলিপি দেওয়ার জন্য উপস্থিত ছিলেন- তুতান পন্ডিত, মিঠুন সাহা, তেজোময় সাহা প্রমুখ।


No comments:
Post a Comment