Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, September 2, 2021

প্যাজেন্ট ক্যুইনের স্বপ্ন সফল করতে আশাবাদী শিলিগুড়ির মেয়ে গুঞ্জা

প্যাজেন্ট ক্যুইনের স্বপ্ন সফল করতে আশাবাদী শিলিগুড়ির মেয়ে গুঞ্জা 




বোটানিতে মাস্টার ডিগ্রি শেষ করে পি এইচ ডির জন্য পড়াশুনা করছে শিলিগুড়ির মেয়ে গুঞ্জা দে। কিন্তু পড়াশুনার পাশাপাশি মডেল দুনিয়ায় বেশ আগ্রহ ছিল তাঁর। প্যাজেন্ট (pageant queen) ক্যুইন এর স্বপ্ন দেখতেন। লকডাউনে যখন সবাই বাড়িতে বসে তখন হঠাৎই খোঁজ পান ইন্টারন্যাশনাল গ্ল্যামার প্রজেক্টের -এর প্রতিযোগিতার। আর নিজের স্বপ্ন কে সফল করতে ঝাঁপিয়ে পড়েন। 

ইন্টারন্যাশনাল গ্ল্যামার প্রজেক্টের মিস টিন ইন্ডিয়া, মিস ইন্ডিয়া এবং মিসেস ইন্ডিয়া ২০২১ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে মুম্বাইয়ে। আর এই অনুষ্ঠানে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে গুঞ্জা। 

প্রচন্ড আনন্দিত গুঞ্জা জানিয়েছে – গ্রান্ড ফাইনালে কার মাথায় ক্রাউন উঠবে জানিনা, তবে এখানে এসে অনেক কিছু শিখলাম, যা আমার পরবর্তী জীবন চলার পাথেয় হয়ে থাকবে। 

এই গ্রান্ড ফাইনালে সেলিনা জেটেলি জুরি হিসাবে থাকবেন, এছাড়াও আরও অনেক বিশেষ ব্যক্তিত্বও রয়েছেন বিচারকের আসনে। আর যার মাথায় গ্রান্ড ফিনালের ক্রাউন উঠবে সে আমেরিকা যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল পিজান্ট প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে।





No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages