শিক্ষক দিবসে বই ও ট্ৰাই সাইকেল বিতরণ
অভীক মিত্র -
রবিবার শিক্ষক দিবসে রামপুরহাটে "সওগাত" স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো বই বিতরণ উৎসব ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ট্রাই সাইকেল দান ।
রামপুরহাট পাঁচমাথা মোড়ে সংস্থার পক্ষ থেকে মাধ্যমিক উত্তীর্ণ পনেরো জন দুঃস্থ পড়ুয়ার হাতে একাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের বই ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয় । রামপুরহাট শ্রীফলার যুবক লালু মনসূরী ও নারায়ণপুর গ্রামের বৃদ্ধ গাজু বাগদিকে একটি করে ট্রাই সাইকেল তুলে দেওয়া হয় ।
"বাড়ির আর্থিক সঙ্গতি না থাকার কারণে উনারা উভয়েই ট্রাই সাইকেল এর আবেদন করেছিলেন বলে জানান" সংস্থার অন্যতম সদস্য তুষার মন্ডল । "আগামী দিনেও মানুষের উপযোগী এরকম বিভিন্ন কর্মসূচি নেবেন" বলে জানান তুষারবাবু !
No comments:
Post a Comment