Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, September 10, 2021

মনিষী পঞ্চানন বর্মা গ্ৰন্থাগারকে আর্থিক ভাবে সহযোগিতা বিশিষ্ট দুই সমাজ সেবকের

মনিষী পঞ্চানন বর্মা গ্ৰন্থাগারকে আর্থিক ভাবে সহযোগিতা বিশিষ্ট দুই সমাজ সেবকের





মধুসূদন রায়,ময়নাগুড়িঃ 


মনিষী ঠাকুর পঞ্চানন বর্মার ৮৬ তম প্রয়াণ দিবসে ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মন্দির সংলগ্ন গড়তলী জল্পেশ নজরুল বিদ্যাপীঠে অবস্থিত মনিষী পঞ্চানন বর্মা গ্ৰন্থাগারের সাহাযার্থে মোট ১৬ হাজার টাকা দিয়ে আর্থিক ভাবে সহযোগিতা করল বিশিষ্ট দুই সমাজ সেবক। যার মধ্যে ১১ হাজার টাকা দিয়ে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন বিশিষ্ট সমাজ সেবক রামমোহন রায়। অপরদিকে ৫ হাজার টাকা দিয়ে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন পেশায় হাই স্কুল শিক্ষক এবং বিশিষ্ট সমাজ সেবক প্রদীপ কুমার রায়। 



এদিন সকাল এগারোটা নাগাদ জলপাইগুড়ি জেলা এসজিডিএ প্রাক্তন চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন জল্পেশ মন্দিরের সামনে থাকা মনিষী ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে এসজিডিএ প্রাক্তন চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন এবং শ্রী শৈলেন্দ্রনাথ রায় মনিষী ঠাকুর পঞ্চানন বর্মার জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সর্বশেষে মনিষী পঞ্চানন বর্মা স্মৃতি গ্ৰন্থাগার ও ভাওয়াইয়া কল্যান সমিতির সম্পাদক প্রিয়নাথ রায়ের হাতে সেই চেক তুলে দেন। উপস্থিত ছিলেন, সমিতির বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদের মধ্যে ধিরেন্দ্রনাথ রায়, ভানুজা সরকার, মঙ্গল চন্দ্র সরকার ও অন্যান্য ব্যক্তিবর্গ।


এবিষয়ে গড়তলী জল্পেশ নজরুল বিদ্যাপীঠের গভর্নিং বডির সেক্রেটারি পরিমল চন্দ্র রায় বলেন, ‘গত দুই বছরে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৩০০ এর বেশি ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে বই প্রদান করা হয়েছে। এই অর্থ দিয়ে আগামীতে বাচ্চাদের জন্য আরও কিছু ব‌ই কেনা হবে। গ্ৰন্থাগারের সদস্য পদ গ্রহণ করা থাকলে তাদের এই পরিষেবা দেওয়া হবে।’

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages