ক্ষুদ্র পত্র-পত্রিকা পরিষদ, উত্তরবঙ্গ' এর দিনহাটা শাখার বিজয়া সম্মিলনী ও সভা
মঙ্গলবার বিকাল ৪ টায় দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সভাকক্ষে একটি বিজয়া সম্মিলনী এবং মহকুমা কমিটির সভার আয়োজন করে 'ক্ষুদ্র পত্র-পত্রিকা পরিষদ, উত্তরবঙ্গ' এর দিনহাটা শাখা।
দিনহাটা শাখার সভাপতি উজ্জ্বল আচার্য্য বলেন- "প্রাকৃতিক বিপর্যয়ের কারনে অনেক সদস্যই আজ উপস্থিত থাকতে পারেননি, তবে প্রত্যেকেই ফোনে যোগাযোগ করেছেন। দীর্ঘ দুই বছর যাবৎ করোনা পরিস্থিতিতে অনেক ক্ষুদ্র পত্রপত্রিকাই সঙ্কটের মুখে পড়েছে। কীভাবে সেই সকল পত্রিকাকে পুনরুজ্জীবিত করা যায় সে বিষয়ে আজ আলোচনা হয়েছে।"
দিনহাটা শাখার সম্পাদক আজিজুল হক জানান, 'আজ বিজয়া সম্মিলনী এবং মহকুমা কমিটির সভাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১৪ নভেম্বর ক্ষুদ্র পত্র-পত্রিকা পরিষদ, উত্তরবঙ্গ' এর দিনহাটা শাখার দ্বিতীয় দ্বি-বার্ষিকি সম্মেলন অনুষ্ঠিত হবে।"
এদিনের এই বিজয়া সম্মিলনী এবং সভায় উপস্থিত ছিলেন বকলম পত্রিকার সম্পাদক সঞ্জয় কুমার নাগ, অঙ্গীকার পত্রিকার প্রধান সম্পাদক তথা ক্ষুদ্র পত্র-পত্রিকা পরিষদ, উত্তরবঙ্গ এর কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি গোকুল সরকার, একলব্য পত্রিকার সম্পাদক সম্রাট দাস, চলো কিছু লিখি পত্রিকার সম্পাদক অমিত রায় প্রমূখ।
No comments:
Post a Comment