Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, October 21, 2021

অনলাইন ম্যাগাজিন দুর্নিবার ই-ম্যাগাজিনের ৩য় বর্ষপূর্তি উদযাপন ও বিজয়া সম্মিলনী

অনলাইন ম্যাগাজিন দুর্নিবার ই-ম্যাগাজিনের ৩য় বর্ষপূর্তি উদযাপন ও বিজয়া সম্মিলনী 


অনলাইন ম্যাগাজিন দুর্নিবার





দিনহাটার মাসিক অনলাইন ম্যাগাজিন দুর্নিবার ই-ম্যাগাজিনের ৩য় বর্ষপূর্তি উদযাপন ও বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত দিনহাটায়।

এদিন দিনহাটা বিডিও অফিসের হল ঘরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুর্নিবার ই ম্যাগাজিনের বার্ষিক সংখ্যা প্রকাশিত হয়।এছাড়াও এদিন দুর্নিবার ই ম্যাগাজিনের পক্ষ থেকে দিনহাটার বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট মানুষদের জীবন স্মৃতি সম্মাননা প্রদান করা ও হয় দিনহাটার সেরা দূর্গা পুজো গুলিকে শারদ সন্মান প্রদান করা হয়।



এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের বিশেষ কৃর্তি সম্মাননা প্রদান করা হয়।ই ম্যাগাজিনের বার্ষিক সংখ্যা প্রকাশ করেন শ্রী রামগোপাল সাহা,শ্রী চন্দন সেনগুপ্ত,শ্রীমতি অমৃতা চন্দ্র,শ্রীমতি মধুমিতা ঘোষ,শ্রী শুভ্রালোক দাস ও অন্যান্যরা।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নিবার ই ম্যাগাজিনের সম্পাদিকা মধুমিতা ঘোষ,প্রকাশক শুভ্রালোক দাস দিনহাটার বিশিষ্ট চিকিৎসক ডাঃ উজ্জ্বল আচার্য্য,শ্রী সঞ্জয় নাগ,শ্রী শ্যামল ধর,শ্রী জয়গোপাল ভৌমিক,শ্রী বিশ্বনাথ দেব।


দুর্নিবার ই ম্যাগাজিন আয়োজন করেছিল ডিজিটাল মাধ্যমে আবৃত্তি,গান,নাচ সহ নানা প্রতিযোগিতার আজ সেইসব ডিজিটাল ইভেন্টের প্রতিযোগিতার বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠান থেকে জীবন স্মৃতি সম্মাননা প্রদান করা হয় শ্রদ্ধেয় প্রবোধ পাল (সাহিত্যিক মরণোত্তর সম্মাননা),শ্রদ্ধেয় চন্দন সেনগুপ্ত(ক্রীড়াবিদ)ও শ্রদ্ধেয় রামগোপাল সাহা মহাশয়কে (আবৃত্তি শিল্পী)।

এছাড়াও বিশেষ কৃর্তি সম্মাননা প্রদান করা হয় ডাঃপৃথা পাল (কোভিড যোদ্ধা,সহকারী সুপার,দিনহাটা মহকুমা হাসপাতাল)ও শ্রীমতি অমৃতা চন্দ্ মহাশয়াকে(বিশিষ্ট সাংবাদিক)।শারদ সম্মান প্রদান করা হয় শ্রেষ্ঠ গ্রামীণ পূজা:সাহেবগঞ্জ আমার ক'জন দুর্গা পুজা কমিটি,সাহেবগঞ্জ,দিনহাটা।

অন্যান্য গ্রামীন পূজা:
  • বড় আাটিয়াবাড়ি রাধানগর কলোনী দুর্গা পুজা কমিটি।
  • সেরা প্রতিমা: গোধূলী বাজার নিত্য কালীবাড়ি দুর্গা পুজা কমিটি।
  • যুগ্মভাবে সেরা মন্ডপ: শহীদ কর্নার দুর্গা পুজা কমিটি ও বোর্ডিং বাড়ি দুর্গা পুজা কমিটিকে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages