Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, October 9, 2021

উড়িষ্যার নৃত্য সুরভী প্রতিভা সম্মানে ভূষিত হলো কোচবিহারের মেয়ে অদিতি

উড়িষ্যার নৃত্য সুরভী প্রতিভা সম্মানে ভূষিত হলো কোচবিহারের মেয়ে অদিতি

নৃত্য সুরভী প্রতিভা


সম্প্রতি ইন্ডিয়ান ট্রাস্ট ফর আর্ট এন্ড কালচার, আয়োজিত ইন্টার্নেশনাল মেঘা ডান্স এন্ড মিউজিক ফেস্টিভাল পুরি 2021- গত পয়লা অক্টোবর থেকে ৩রা  অক্টোবর পর্যন্ত  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি  উড়িষ্যার পুরীর অন্নপূর্ণা থিয়েটার হলে আয়োজিত হয়েছিলো। এই অনুষ্ঠানে আমন্ত্ররণ পায় কোচবিহারের মেয়ে অদিতি দেব। 

ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়ে নৃত্য সুরভী প্রতিভা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে অদিতি।  দেশ-বিদেশের গুনি নৃত্যশিল্পী নৃত্য গুরুদের কাছে প্রশংসিত হয়ে কোচবিহার তথা পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে অদিতি। 

অদিতি দেব কোচবিহার কেন্দ্রীয় বিদ্যালয় নীলকুঠি বাবুরহাট এর ষষ্ঠ শ্রেণির ছাত্রী । সে কলকাতার ওড়িশি নৃত্য গুরু শ্রী গিরিধারী নায়ক  এর  কাছে বিগত পাঁচ বছর ধরে ওড়িশি নৃত্যের তালিম নিচ্ছে।  

ইতিমধ্যে অদিতি বেশ কয়েকটি অ্যাওয়ার্ডের অধিকারী হয়েছে এছাড়াও রৌপ্য পদক সহ প্রায় 670 ট্রফি পেয়েছে। 

মেয়ে অদিতির সাফল্যে আনন্দিত বাবা রণজিৎ দেব। তিনি জানান, ছটবেলা থেকেই নাচের প্রতি অদিতির বেশ আগ্রহ ছিল। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages