পাগল কুকুরের তান্ডবে নাজেহাল এলাকার মানুষ, আহত ৩৬
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-
পাগল কুকুরের তান্ডবে নাজেহাল এলাকার মানুষ।ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।এই পাগল কুকুরের তান্ডবে এখনো পর্যন্ত আহত ৩৬ জন।ঘটনাস্থল আসানসোল।বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ৩৬ জনকে একটি পাগলা কুকুরে কামড়ায় বলে জানা গেছে।
কুকুরের কামড়ে আক্রান্ত ৩৬ জন,আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে ওই কুকুরকে পাকড়াও করতে অভিযান শুরু করেছে আসানসোল পৌরনিগম। বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ৩৬ জনকে একটি পাগলা কুকুরে কামড়ায়। এদের মধ্যে ৬ জন মহিলা আছে বলে জানা গেছে। প্রত্যেককেই আসানসোল জেলা হাসপাতালে আনা হয়। স্থানীয়দের দাবি কুকুর পাগল হয়ে গেছে।
তবে তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে প্রত্যেককে এ্যান্টি রেবিস ভ্যাকসিন বা এআরভি দেওয়া হবে বলে আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে। আসানসোল দক্ষিণ থানার উল্টোদিকে ফায়ার ব্রিগেড সংলগ্ন এলাকা, ঘাঁটি গলি, রাহা লেন, লক্ষ্মী মন্দির অঞ্চল সহ বিভিন্ন জায়গা থেকেই এই ৩৬ জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে এদিন রাতে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য যায়। স্থানীয় দোকানদাররা জানান, দোকান বন্ধ করে কাজ করতে হচ্ছে ।যদিও বৃহস্পতিবার সকালের পর থেকে দেখতে পাওয়া যাচ্ছেনা কুকুর টিকে, বলে জানান দোকানদাররা।
অন্যদিকে ওই পাগল কুকুরকে পাকড়াও করার জন্যে অভিযানে নেমেছেন আসানসোল পৌর নিগম।
No comments:
Post a Comment