আকাশবাণীর আলোচনায় জাতীয় শিক্ষা নীতি
ত্রিপর্ণা চট্টোপাধ্যায় : ২০ শে মে আকাশবাণী কলকাতার শিক্ষা সম্প্রচার বিভাগের ডাকে স্টুডিওতে একটি অতি গুরুত্ব পূর্ণ আলোচনা ছাত্র ছাত্রীদের জন্য রেকর্ডিং করা হয়। বিষয় ছিলো জাতীয় শিক্ষানীতি। আকাশবাণীর এই আলোচনায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর স্কুল এডুকেশন এর শ্রী স্বপন রায়, কলকাতার তীর্থপতি ইনস্টিটিউশন এর বিশিষ্ট শিক্ষক ও শিক্ষা বিশেষজ্ঞ শ্রী অলোক বর্ধন, পূর্ব মেদিনীপুর এর হলদিয়ার চকদ্বীপা হাই স্কুলের প্রাক্তন ভাষা শিক্ষক ও আনকো আলো পাক্ষিক সংবাদপত্রের সম্পাদক ও পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির জেলা আধিকারিক শ্রী অসীম কুমার মাইতি।
প্রায় এক ঘন্টার এই মনোজ্ঞ আলোচনা ছাত্র ছাত্রীদের মে মাসের ২৫ ও ২৬ তারিখে বিকেলে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে সম্প্রচার করা হবে বলেও দৈনিক অনুষ্ঠান সূচিতে ঘোষিত হয়।
আকাশবাণী প্রযোজিত এই অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রাক্তন প্রধানশিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী বংশীবদন চট্টোপাধ্যায়। পুরো অনুষ্ঠান এর ব্যবস্থাপনায় আকাশবাণীর প্রোগ্রাম আধিকারিক শ্রী সুনীল দাস নেতৃত্ব দিয়েছেন।
No comments:
Post a Comment