Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, May 17, 2022

১ ঘন্টার মধ্যে ট্রেনে চুড়ি যাওয়া মুঠোফোন ফিরে পেলেন রসায়নের অধ্যাপক

জি. আর. পি. এফে অভিযোগ জানানোর ১ ঘন্টার মধ্যে ট্রেনে চুড়ি যাওয়া মুঠোফোন ফিরে পেলেন রসায়নের অধ্যাপক

মালদা জি. আর. পি. এফের আই. সি মুঠোফোন হস্তান্তর করেছেন





দ্বিতীয় বারের জন্য মুঠোফোন ফিরে পেলেন শ্রীপদ সিংহ মহাবিদ্যালয়ের ( অরিজিত সিং এই মহাবিদ্যালয়ের ই প্রাপ্তনী) রসায়নের অধ্যাপক ড. রাজা ঘোষ। গতমাসে উত্তর বঙ্গ ট্রেনে সফরকালে উনার মুঠোফোন ট্রেনের অভ্যন্তরীণ অংশে চলে যায়। পরবর্তীতে কারেন্ট কনট্রোল রুম, মালদহ ও আ. পি. এফ কনট্রোল রুম তত্পরতায় ড. ঘোষ তার মুঠোফোন ফেরত পান।


ঠিক ১ মাস বাদে দিনহাটা থেকে জিয়াগঞ্জ যাত্রাকালে কিষণগঞ্জ এর কাছাকাছি উনার মুঠোফোন চুড়ি হয়ে যায়। মালদাহে এসে জি. আর. পি. এফে অভিযোগ জানানোর ১ ঘন্টার মধ্যে মালদা টাউন জি. আর. পি. এফের বিশেষ উদ্যোগে মুঠোফোন ফিরে পান। রাজা বাবু মালদা টাউন জি. আর. পি. এফে, কারেন্ট কনট্রোল রুম, মালদহ ও আ. পি. এফ কনট্রোল রুম শিয়ালদহ কে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। 


এছাড়াও তিনি উওর বঙ্গ ট্রেনে অত্যন্ত পুরোনো কোচের বদলে আধুনিক এল. সি. বি কোচের দাবি, বামনহাট ( BXT) থেকে চলাচল করা অন্যান্য এক্সপ্রেস, লোকাল ট্রেন কে সঠিক সময়ে চালানো ও NTES, ইত্যাদির প্রকৃত আপডেট দেওয়ার বিনম্ন অনুরোধ রেল কতৃপক্ষের কাছে করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages