Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, July 7, 2022

ঈদে মুক্তি পেতে চলেছে রাজবংশী মিউজিক ভিডিও মিছা অভিনয়

ঈদে মুক্তি পেতে চলেছে রাজবংশী মিউজিক ভিডিও মিছা অভিনয়

মিছা অভিনয়




আগামী রবিবার ঈদ উল আযহার শুভদিনে মুক্তি পেতে চলেছে A.M.R music অফিসিয়াল youtube চ্যানেলে রাজবংশী মিউজিক ভিডিও "মিছা অভিনয়"।



অভিনয় করেছেন জনপ্রিয় রাজবংশী অভিনেত্রী শ্রেয়া অধিকারী, এবং অভিনেতা মিলন মন্ডল ও আলমগীর সেখ।



গীতরচনা করেছেন প্রবীর সরকার, সুর মিলন বর্মন, কণ্ঠ দিয়েছেন দীনেশ বিশ্বাস।



পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভদীপ মজুমদার ও সহকারী অরিন্দম দাস। সম্পাদনা করছেন শিবম চক্রবর্তী। 



প্রোডাকশন এর পক্ষ থেকে থেকে প্রবীর সরকার বলেছেন,একটি অন্যরকম কাজ এটি, সব ধরণের শ্রোতা দর্শক দের ভালো লাগবে,আমরা আশাবাদী..শেষ মুহূর্তের কাজ চলছে,আমরা ঈদের দিন ইউটুবে রিলিজ দেবো.. সমস্ত শ্রোতা দর্শকদের আমন্ত্রণ মিউজিক ভিডিও টি দেখুন,আপনাদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages