Breaking

Post Top Ad

Sunday, August 28, 2022

'চোল ধরো জেল ভরো', মিছিল ও পথসভা DYFI -র

'চোল ধরো জেল ভরো', মিছিল ও পথসভা DYFI -র 

DYFI




কোচবিহার জেলার দিনহাটা মহকুমার নিগমনগর শাখার DYFI এর পক্ষ থেকে ‘চোর ধরো জেল ভরো’ দাবি নিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল নিগমনগর বাজার এলাকায় চোর ধরো জেল ভরো সহ সমস্ত সরকারি শূন্য পদ স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে এছাড়াও একাধিক দাবি নিয়ে সিপিএমের DYFI সদস্য সদস্যারা মিছিল বের করেন ও নিগমনগর বাজার এলাকায় একটি পথসভার ও আয়োজন করেন । রাজ্যে জুড়ে সীমাহীন দুর্নীতি। সমস্ত তৃণমূল দুর্নীতিগ্রস্ত নেতা ও মন্ত্রীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল ‌ও পথসভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন DYFI নেতা কমরেড উজ্জ্বল গুহ ।




উক্ত সভায় উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক কমরেড শম্ভু চৌধুরী ডিআইএফআই কোচবিহার জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শুভ্রালক দাস, মানস বর্মন , লোকাল কমিটির সদস্য কমরেড কৌশিক রায় সভাপতিত্ব করেন কমরেড উজ্জ্বল গুহ ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages