Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, August 28, 2022

'সোনারপুর বিদ্যাপীঠ' এর ৫৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে রক্তদান শিবির






সারা ভারতে ব্লাড ব্যাংক গুলিতে যখন রক্তের যোগানের অপ্রতুলতা, ঠিক তখন বিভিন্ন এন. জি. ও. গুলির সাথে সাথে সরকার পোষিত বিদ্যালয়গুলিও এগিয়ে আসছে রক্তদান শিবির সংগঠিত করার জন্য। এমনই এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ ২৮/০৮/২২ সোনারপুর বিদ্যাপীঠ (উঃ মাঃ) প্রাঙ্গনে। বারুইপুর মহাকুমা সুপার স্পেশালিটি হসপিটালের সৌজন্যে আজ ৭০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় সোনারপুর বিদ্যাপীঠ এর শিক্ষক অভিভাবক ও অশিক্ষক কর্মচারীদের কাছ থেকে।





১৯৬৫ সালের ২৯ শে আগষ্ট সোনারপুর বিদ্যাপীঠ এর জন্ম হয়। গত দু বছর হলো বিদ্যালয়ের তরফ থেকে প্রতি বছর ২৯ শে আগষ্ট কে উপলক্ষ করে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর রক্তদান শিবির দিয়েই উদ্বোধন হয়ে ২৮ ও ২৯ শে আগষ্ট এই দুদিন রাত্রি ৭ পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানা গিয়েছে।


উক্ত রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডঃ পল্লব দাস,১৪ নং ওয়ার্ডের পৌরমাতা সায়নী বোস দাস, ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নস্কর, ওয়েষ্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারী এডুকেশন এর ডেপুটি সেক্রেটারী ডঃ পার্থ কর্মকারক এবং যাদবপুর বিদ্যাপীঠ, ঘাসিয়াড়া বিদ্যাপীঠ, মোহনপুর হাই স্কুল, হরিনাভি ডি ভি এস হাই স্কুল, রাজপুর বিদ্যানিধি, প্রসাদপুর ভাগ্য নিকেতন স্কুলের প্রধান শিক্ষকগন ও কামরাবাদ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা। রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডঃ দাস সোনারপুর বিদ্যাপীঠ এর এমন সামাজিক উদ্যোগের ভূয়সী প্রসংশা করে পাশে থাকার আশ্বাস দেন।


ডঃ পার্থ কর্মকার বিদ্যালয়ের এই ভূমিকাকে প্রসংশা করে শিক্ষক শিক্ষিকাদের ছাত্রছাত্রীদের 'জয়ফুল লার্নিং' প্রদানের উপর জোর দেন।

সোনারপুর বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক মাননীয় ডঃ আশীষ কুমার ঘোষ মহাশয় টেলিফোনে আমাদের প্রতিনিধিকে জানান, "আমার শিক্ষক শিক্ষিকাগন ছাত্রছাত্রীদের পুঁথিগত শিখন প্রক্রিয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এবং সুস্থ চারিত্রিক ও মানসিক গুণাবলী বিকাশের উপর যথেষ্ট জোর দেন। এবং অশিক্ষ কর্মচারীরাও তাদের উদ্বুদ্ধ করেন। আমি এনাদের ই সাহায্যে রক্তদান শিবিরের মতো সামাজিক দ্বায়িত্ব পালন করার সাহস দেখিয়েছি,এবং এমন অনুষ্ঠান যাতে প্রতি বছর হয় সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।"

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages