সারা ভারতে ব্লাড ব্যাংক গুলিতে যখন রক্তের যোগানের অপ্রতুলতা, ঠিক তখন বিভিন্ন এন. জি. ও. গুলির সাথে সাথে সরকার পোষিত বিদ্যালয়গুলিও এগিয়ে আসছে রক্তদান শিবির সংগঠিত করার জন্য। এমনই এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ ২৮/০৮/২২ সোনারপুর বিদ্যাপীঠ (উঃ মাঃ) প্রাঙ্গনে। বারুইপুর মহাকুমা সুপার স্পেশালিটি হসপিটালের সৌজন্যে আজ ৭০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় সোনারপুর বিদ্যাপীঠ এর শিক্ষক অভিভাবক ও অশিক্ষক কর্মচারীদের কাছ থেকে।
১৯৬৫ সালের ২৯ শে আগষ্ট সোনারপুর বিদ্যাপীঠ এর জন্ম হয়। গত দু বছর হলো বিদ্যালয়ের তরফ থেকে প্রতি বছর ২৯ শে আগষ্ট কে উপলক্ষ করে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর রক্তদান শিবির দিয়েই উদ্বোধন হয়ে ২৮ ও ২৯ শে আগষ্ট এই দুদিন রাত্রি ৭ পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানা গিয়েছে।
ডঃ পার্থ কর্মকার বিদ্যালয়ের এই ভূমিকাকে প্রসংশা করে শিক্ষক শিক্ষিকাদের ছাত্রছাত্রীদের 'জয়ফুল লার্নিং' প্রদানের উপর জোর দেন।
সোনারপুর বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক মাননীয় ডঃ আশীষ কুমার ঘোষ মহাশয় টেলিফোনে আমাদের প্রতিনিধিকে জানান, "আমার শিক্ষক শিক্ষিকাগন ছাত্রছাত্রীদের পুঁথিগত শিখন প্রক্রিয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এবং সুস্থ চারিত্রিক ও মানসিক গুণাবলী বিকাশের উপর যথেষ্ট জোর দেন। এবং অশিক্ষ কর্মচারীরাও তাদের উদ্বুদ্ধ করেন। আমি এনাদের ই সাহায্যে রক্তদান শিবিরের মতো সামাজিক দ্বায়িত্ব পালন করার সাহস দেখিয়েছি,এবং এমন অনুষ্ঠান যাতে প্রতি বছর হয় সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।"
No comments:
Post a Comment