১৪দিনের জেল হেফাজত পার্থ-অর্পিতার
ইডির পর এবার ১৪ দিনের জেল হেফাজত নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। ব্যাঙ্কশাল আদালত পার্থ ও অর্পিতাকে এদিন ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৮ আগস্ট ফের আদালতে পেশ করা হবে তাঁদের।
শুক্রবার জোকা ইএসআই-এ পার্থ ও অর্পিতার শারিরীক পরীক্ষা নিরীক্ষার পর ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। পার্থ চট্টোপাধ্যায় থাকবেন প্রেসিডেন্সিতে এবং অর্পিতার ঠিকানা আলিপুর মহিলা সংশোধনাগার। দু’জনেরই নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেন আদালত।
পাশাপাশি অর্পিতার সুরক্ষা নিশ্চিত করতে জল ও খাবার পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত।
এদিন প্রভাবশালী তত্ত্ব খারিজের পক্ষে সওয়াল করেন পার্থর আইনজীবী। আদালতে আইনজীবীর দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের কোনো সম্পত্তি বাজেয়াপ্রাপ্ত করেনি, ডিড সব নকল, ষড়যন্ত্রের স্বীকার পার্থ চট্টোপাধ্যায়। ঘুষ নেওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও তথ্য পায়নি। পার্থকে এই মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলির পাঁঠা। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পক্ষে সওয়াল করেন আইনজীবী। আবেদন খারিজ করে দেয় আদালত।
No comments:
Post a Comment