Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, August 6, 2022

CWG 2022: কুস্তিতে সোনা জয় বজরঙ্গ-দীপক-সাক্ষীর, রুপো অংশুর

কুস্তিতে সোনা জয় বজরঙ্গ-দীপক, রুপো অংশুর 

CWG 2022



কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন থেকে দশ পদক জিতেছে ভারত। কুস্তিতেও সোনা জয় ভারতের। বজরঙ্গ পুনিয়া (Bajrang Punia) ভারতকে এনে দিল সোনা। প্রত‍্যাশা ছিলই। আর সেই প্রত‍্যাশায় সিলমোহর দিল বজরঙ্গ।



পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে কানাডার লাচনাল ম্যাকনিলকে ৭-২ ব্যবধানে হারিয়ে কুস্তিতে সোনা জয় ভারতের।



বার্মিংহামে ভারতীয় পালোয়ানদের দাপট চলছে। বজরঙ্গ পুনিয়া ও অংশু মালিক (Anshu Malik) পদক জিতেছেন। এবার বাকিদের পরীক্ষা।



মহিলাদের ৫৭ কেজি ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে তাঁর বিরুদ্ধে লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গেলেন ভারতের অংশু মালিক (Anshu Malik)। যে কারণে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল অংশুকে।



বার্মিংহামে কমনওয়েলথ গেমসে পুরুষদের ৮৬ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে পাকিস্তানের ইনাম বাটকে অবশ্য তিনি লড়াই করতেই দিলেন না। পাক প্রতিপক্ষকে ৩-০ হারিয়ে সোনা জিতলেন দীপক পুনিয়া (Dipak Punia)। 



কানাডার গডিনেজ গঞ্জালেসকে হারিয়ে সোনা জয় সাক্ষীর। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages