সারিয়া বীরাঙ্গনা বহুমুখী প্রাথমিক সংঘ সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা
শচীন পাল, ঝাড়গ্রাম:- গোপীবল্লভপুর ১ নং ব্লকের সারিয়া ৪ নং অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠী গুলোর সাংগঠনিক বাঁধন ঠিক রাখতে বার্ষিক সাধারণ সভার আয়োজন করলো অঞ্চলের সারিয়া বীরাঙ্গনা বহুমুখী প্রাথমিক সংঘ সমবায় সমিতি লিমিটেড।
সোমবার সংঘের কার্যালয়ে সারিয়া ৪ নং অঞ্চলের ৩০৩ স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে এই সভা হয়।
এই সভায় উপস্থিত ছিলেন ব্লকের SHG সুপারভাইজার রুমিতা দাস , ব্লকের DLT সবিতা পাল ব্লকের CI প্রবীর সর্দার, সারিয়া বীরাঙ্গনা বহুমুখী প্রাথমিক সংঘ সমবায় সমিতি লিমিটেডের সভানেত্রী মিনতি পাল, কোষাধক্ষা সবিতা পৈড়া সহ অন্যান্যরা সেই ছবি আমরা সরাসরি তুলে ধরেছি পাবলিক অ্যপের পর্দায়।
No comments:
Post a Comment