Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, November 23, 2022

ইণ্ডিয়ান এনথ্রোপোলোজিক্যাল সোসাইটি এর ৫২ তম বার্ষিকী উদযাপন ও আন্তর্জাতিক আলোচনা সভা

ইণ্ডিয়ান এনথ্রোপোলোজিক্যাল সোসাইটি এর ৫২ তম বার্ষিকী উদযাপন ও আন্তর্জাতিক আলোচনা সভা



আগরতলা:


ইণ্ডিয়ান এনথ্রোপোলোজিক্যাল সোসাইটি এর ৫২ তম বার্ষিকী উদযাপন ও আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে। এই সম্মেলন চলবে আগামী ২৪ তারিখ পর্যন্ত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিষ্ণুদেব বর্মন উপমুখ্যমন্ত্রী, ত্রিপুরা।

এছাড়া উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক গঙ্গাপ্রসাদ প্রাসাইন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়; ড: অরবিন্দ মাহাত, ডিরেক্টর ইন্দিরা মুক্ত বিশ্ববিদ্যালয়;

ডঃ রাজেশ চাটার্জি, বিভাগীয় প্রধান সোসাল এক্সক্লুসান এবং ইনক্লুসিভ পলিসি, অধ্যাপক অরুপ রতন বন্দোপাধ্যায়, সহ সভাপতি, ভারতীয় নৃতাত্ত্বিক সমিতি; অধ্যাপক সুবীর বিশ্বাস, সম্পাদক ভারতীয় নৃতাত্ত্বিক সমিতি।

তিন দিনের সভাতে নির্মল কুমার বোস, শশাঙ্ক সেখর সরকার এবং ধরনি সেন বিশিষ্ট নৃতাত্ত্বিক দের মেমোরিয়াল লেকচার হয়।

এই আলোচনা সভাতে ১২৪ জন জাতীয় ও আন্তর্জাতিক গবেষক তাদের গবেষণা পত্র পাঠ করেন। ইয়ং গবেষক পুরস্কার দেওয়া হয় ডঃ দেবলীনা দে কে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages