CIRCLE published result of YOUR PRESENT TALENT RESEARCH BY CIRCLE
প্রকাশিত হল সার্কেল (CIRCLE) আয়োজিত মেধা পরীক্ষা YOUR PRESENT TALENT RESEARCH BY CIRCLE এর ফল। গত ৬ই নভেম্বর ২০২২ জেলার দশটি সেন্টারে আয়োজিত হয় এই পরীক্ষা। এই পরীক্ষার ফল প্রকাশিত হল আজ। আজ রাত আটটা নাগাদ একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ফল ঘোষিত হয়। ফল ঘোষনা করেন এবছরের পরীক্ষার মুখ্য পরিচালক আব্দুল রফিক এবং সহ পরিচালক দীপক বর্মন। প্রেস কনফারেন্সের দুই ঘন্টা পর সকল পরীক্ষার্থীদের ফল জানা যাবে বলে জানিয়েছে সংস্থা।
এদিন প্রেস কনফারেন্সের সূচনায় পরিচালক আব্দুল রফিক বলেন, সকলকে নতুন ইংরাজী বছরের শুভেচ্ছা। আজ ১৬ই জানুয়ারি ২০২৩, সোমবার CIRCLE আয়োজিত YOUR PRESENT TALENT RESEARCH BY CIRCLE, মেধা পরীক্ষার ফল প্রকাশের জন্য আজকের এই প্রেস কনফারেন্স। আজকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ফল প্রকাশ হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ফল ঘোষনার তারিখ পরে জানানো হবে। ২০২২-এর পরীক্ষায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৮০০ জন। পঞ্চম শ্রেণিতে ১২৩ জন, ষষ্ট শ্রেণিতে ১৬৯ জন, সপ্তম শ্রেণীতে ২৫৫ জন, অষ্টম শ্রেণীতে ২৫৩ জন আবেদন করেছিল। প্রত্যেকটি শ্রেণির প্রথম পাঁচ জনের নাম আমরা প্রেস কনফারেন্সে উল্লেখ করবো। বাকিরা প্রেস কনফারেন্স শেষের কিছু পরেই ফল জানতে পারবেন।
পরীক্ষার সহ কার্য নির্বাহী পরিচালক দীপক বর্মণ বলেন, সকলকে অভিনন্দন। প্রথমেই সকলকে আমার ও সংস্থার তরফ থেকে শুভেচ্ছা জানাই। পাশাপাশি এই পরীক্ষার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাই এই পরীক্ষা শুভরাম্ভের উদ্যোক্তা CIRCLE সংস্থার CHIEF EXECUTIVE OFFICER ও MANAGING DIRECTOR আরিফ হোসেন মহাশয়কে। সকল শিক্ষক, শিক্ষিকা, এক্সটার্নাল অফিসার, সেন্টার ইন চার্জ ও পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য সকলের পাশাপাশি ফ্লাইং অফিসার মহাশয়দেরকেও অসংখ্য ধন্যবাদ। প্রকাশ করতে চলেছি পঞ্চম থেকে অষ্টম শ্রেণির কৃতি পাঁচ পরীক্ষার্থীর নাম:
সর্বশেষে, তিনি আরো বলেন, অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও আমাদের পাশে থাকবেন এই আশা রাখি। আজ পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ফল প্রকাশ করা হল। নবম থেকে দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের তারিখ শীঘ্রই জানানো হবে এরজন্য ফলো করুন আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং পেজ।
RESULT YPTRC 2022
No comments:
Post a Comment