Kidzee Dinhata : প্রভাত ফেরী ও ট্যাবলয়েডের মাধ্যমে ২৩শে জানুয়ারী উদযাপন কিডজি দিনহাটার
সারা দেশের সঙ্গে দিনহাটাতেও শ্রদ্ধা ও উৎসাহের সাথে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালিত হল। দিনহাটা শহরের নামি প্রিস্কুল কিডজি দিনহাটা নেতাজীর জন্ম জয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রা কিডজি দিনহাটা প্রাঙ্গণ থেকে শুরু হয়। দিনহাটা পাঁচ মাথার মোড় ঘুরে বিদ্যালয়ে এসে সমাপ্তি হয় শোভাযাত্রার।
শোভাযাত্রায় নেতাজীর জীবনের বিভিন্ন রূপ তুলে ধরা হয়। কিডজির খুদেরা নেতাজীর রূপে উপস্থিত হয়ে শোভাযাত্রাটিকে এক অন্য রূপ প্রদান করে । কেউবা সামরিক পোশাকে নেতাজী, কেউবা চাদর গায়ে নেতাজী আবার কেউ ওভার কোট পড়া নেতাজী।
ছোট ছোট নেতাজীদের দেখতে পথের দুধারে ভিড় জমে যায়। মাঝে হেমন্ত বসু কর্নারে নেতাজীর আবক্ষ মূর্তিতে পুষ্প অর্পন করে শ্রদ্ধা অর্পন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষিকারা। বিদ্যালয়ের অভিভাবক রাও এই শোভাযাত্রায় পা মেলান। কিডজি দিনহাটার প্রিন্সিপাল পূজা ধর জানান, নেতাজীর আদর্শ ছোট বয়স থেকেই শিশুদের বোঝাতে হবে। এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করে খুদেরাও প্রচণ্ড খুশি।
No comments:
Post a Comment