নেতাজীর জন্মদিনে ভদ্রেশ্বরের শিশু ও মাতৃমঙ্গল সংসদ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
school sports: 23শে জানুয়ারী, 2023-এ, নেতাজি সুভাষ চন্দ্র বসুর 126 তম জন্মদিনে, হুগলীর ভদ্রেশ্বরের শিশু ও মাতৃমঙ্গল সংসদ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া দিবস আয়োজিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন পৌরাসদস্যা পারমিতা চক্রবর্তী ।পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পরিচালন সমিতির সভাপতি শ্রী নির্মল চক্রবর্তী ।
উপস্থিত ছিলেন সম্পাদক শ্যামল বসু ও অন্যান্য সদস্যরা। উপস্থিত ছিলেন সকল অভিভাবক ও অভিভাবিকরা। ক্রীড়া দিবসের বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষিকা ও শিক্ষাকর্মীরাও অংশ নেন। রূপায়ণ প্রতিযোগিতায় বাস্তব দিক তুলে ধরার জন্য অংশ গ্রহণকারি শিক্ষার্থী বহ্নিষা কুণ্ডু, ঐশিকা রায়,ঈষানী ঘোষ, রাজু দাস ও অন্যান্যদের উপস্থিত সকলেই খুব প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন পরিচালন সমিতির সম্পাদক শ্যামল বসু , প্রধানশিক্ষিকা মাননীয়া মৌসুমী অধিকারী। বিদ্যালয়ের শিক্ষিকা মিষ্টি কুণ্ডু , মঞ্জুর রায়, মহুয়া বানিক, জয়া দাস ও অন্যান্য শিক্ষিকার দক্ষতার সাথে অনুষ্ঠান পরিচালনা করেন।
প্রধানশিক্ষিকা শিক্ষার্থীদের চমৎকার পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে জাতীয় সংগীত -এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
No comments:
Post a Comment