৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন ওয়েবসাইট লঞ্চ করলো ডাঃ. নিহার মুন্সি আই ফাউন্ডেশন
ডাঃ. নিহার মুন্সি আই ফাউন্ডেশন তাদের পেডিয়াট্রিক অপথ্যালমোলজি এবং ভিশন থেরাপি ডিভিশনের উদ্বোধন, নতুন ওয়েবসাইট চালু করা এবং বর্তমান সময়ের চোখের রোগ ও তার চিকিৎসা এবং চোখের অস্ত্রোপচারের গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে একটি বিজ্ঞানভিত্তিক প্যানেল আলোচনার আয়োজনের মাধ্যমে নিজেদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে
কলকাতা, ২৮ জানুয়ারি, ২০২৩: ডঃ নিহার মুন্সি আই ফাউন্ডেশন আজ এখানে তাদের পেডিয়াট্রিক অপথ্যালমোলজি বিভাগ ও ভিশন থেরাপি বিভাগের উদ্বোধনের সঙ্গে এবং বিধায়ক শ্রী দেবাশিস কুমার, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সৌরভ বসু`র উপস্থিতিতে ফাউন্ডেশনের নতুন ওয়েবসাইট www.nmeyefoundation.com চালু করার মাধ্যমে তাদের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।
ম্যানেজিং ট্রাস্টি, শ্রী শায়ন মুন্সি প্রত্যেককে স্বাগত জানান। অনুষ্ঠানে ফাউন্ডেশনের মেডিকেল সুপারিনটেনডেন্ট এবং তার বিভিন্ন বিভাগের প্রধানদের দ্বারা পরিচালনায় বর্তমান সময়ে চোখের রোগের গুরুত্বপূর্ণ দিক এবং চিকিৎসা ও অস্ত্রোপচারের বিষয়ের ওপর একটি বিজ্ঞানভিত্তিক প্যানেল আলোচনা হয়। এতে অংশ নেন ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের চক্ষুরোগ বিশেষজ্ঞ, ফাউন্ডেশনের তালিকাভুক্ত চিকিৎসক, চিকিৎসক, হৃদরোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ এবং চিকিৎসা ক্ষেত্রে অন্যান্যরা।
উপস্থিত ছিলেন পুরোনো চক্ষু রোগী, দাতা, কন্ট্রিবিউটর, স্পনসর, সংবাদ ও যোগাযোগ মাধ্যমের প্রতিনিধি, ট্রাস্টি, কর্মচারি এবং ফাউন্ডেশনের বোর্ডের সদস্যরা। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
About the Foundation
Set up in 1993 to serve as a living memorial to the late Dr. Nihar Kumar Munsi (1903 -1989) the legendary eye surgeon who had become a household name during his lifetime, the Foundation has in the last 30 years built up an excellent reputation as a specialised day-care centre for its high-quality eye treatment and surgery facilities for the community at affordable costs; moreover, it has in the past organised numerous camps in and around Kolkata to identify patients for free cataract surgeries for the underprivileged. At present, the Foundation’s services include SICS/ Phaco Surgery, Retinal Surgery, Glaucoma, Oculoplasty, Refraction/ Optical, and it runs special diagnostic clinics for Humphrey Visual Field Analysis (HVF), Digital Funds Fluorescein Angiography (DFA), Optical Coherence Tomography (OCT), Diode Laser, Yag Laser, B Scan and A Scan (Biometry) and Specular Microscopy. In the last 30 years, over 10,00,000 patients have been treated at the Foundation, the total number of surgeries performed being more than 2,00,000.
No comments:
Post a Comment