কোচবিহার জেলার রেলের সার্বিক উন্নয়নের জন্য ৯ দফা দাবী সহ স্মারকলিপি প্রদান
দিনহাটা রেল যাত্রী মঞ্চের তরফে দিনহাটা রেল স্টেশন মাস্টার শ্রী সোমদেব ভট্টাচার্যের কাছে গতকাল (২৭শে মার্চ) গনতান্ত্রিক পদ্ধতিতে স্মারকলিপি প্রদান করা হয়। অত্যন্ত জনপ্রিয় ও রেলের ভালো রেভেনিউ প্রদানকারি বামনহাট - শিলিগুড়ি জংশন (ফালাকাটা হয়ে) ডেমু পেসেন্জার জরুরি ভিত্তিতে চালু, উত্তর বঙ্গ এক্সপ্রেসে আসন সংখ্যা বৃদ্ধি ও কোচবিহার স্টেশনে এর ১ মিনিট স্টপেজ, বামনহাট থেকে দিল্লি গামি মহানন্দা ট্রেন চালানো সহ আরো ৬ দফা দাবিপত্র ডি. আর. এম. আলিপুরদুয়ারের কাছে পাঠানো হয়।
ভবিষ্যতে এই স্মারকলিপির অনুলিপি মাননীয়া মুখ্যমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে দিনহাটা রেল যাত্রী মঞ্চের তরফে আহ্বায়ক অধ্যাপক (ড.) রাজা ঘোষ জানিয়েছেন ।
দিনহাটা রেল যাত্রী মঞ্চের তরফে আহ্বায়ক অধ্যাপক (ড.) রাজা ঘোষ, অন্যতম সদস্য ধীমান বর্মন প্রমূখ জানান 'ভবিষ্যতে গণসাক্ষর সংগ্ৰহ, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি, প্রয়োজনে শান্তি পূর্ন ভাবে পথসভা ইত্যাদি করা হবে'।
স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন অধ্যাপক (ড.) রাজা ঘোষ, শিক্ষক গনেশ চৌধুরী, তাপস বর্মন প্রমূখ।
যুগ্ম আহ্বায়ক গনেশ চৌধুরী বলেন "বরিষ্ঠ নাগড়িক দের ভাড়া হ্রাস করা প্রয়োজন। আবার দিনহাটা স্টেশনে টিকিট চেকিং ঠিক ঠাক হওয়া দরকার।"
বরিষ্ঠ নাগড়িক তাপস বর্মন এর মতে "দিনহাটা কলেজ হল্ট, নিউ গীতলদহ, ভেটাগুড়ি ও দিনহাটা স্টেশনের সার্বিক পরিকাঠামোর উন্নয়ন দরকার। এছাড়াও তৎকাল কাউন্টার টিকিটের সঠিক ও শৃঙ্খলাবদ্ধ ভাবে বন্টনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া দরকার।"
No comments:
Post a Comment