রাজ্যের অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার বার্তা শিক্ষামন্ত্রীর
সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের বিদ্যালয় শিক্ষক সংগঠন WBTSTA-এর জলপাইগুড়ি জেলার কনভেনার অঞ্জন দাসের নেতৃত্বে আজ নর্থ বেঙ্গল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের রাজ্য সভাপতি তাপস রায় শিক্ষামন্ত্রীকে বাগডোগরা বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানিয়ে তার হতে একটি অনুরোধপত্র স্মারকলিপি আকারে প্রদান করেন।
সঙ্গে ছিলেন সংগঠনের রাজ্য অ্যাডভাইজার চেয়ারপার্সন সুশান্ত সরকার, সহ সম্পাদক তপন রায় এবং অজিত সিংহ ও বাবলু রায়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়- "সংগঠনের এডভাইজার চেয়ারপারসন সুশান্ত সরকার শিক্ষামন্ত্রীকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োজিত ও স্কুল ফান্ড দ্বারা পরিচালিত রাজ্যের সমস্ত অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান ও সরকার দ্বারা আর্থিক দায়ভার গ্রহণের জন্য অনুরোধ জানালে শিক্ষামন্ত্রী পাশে থাকার বার্তা দিয়ে, 21তারিখে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরামর্শ দেন।"
সংগঠনের এডভাইজার চেয়ারপারসন সুশান্ত সরকার শিক্ষামন্ত্রীকে জানান "আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয়ার সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যে আবেদন জানিয়েছি"। তখন মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় বলেন "কোনো চিন্তা নেই আমরা আছি।"
রাজ্যের অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার বার্তায় উচ্ছ্বসিত সংগঠনের সদস্যরা আশার আলো দেখছেন। শিক্ষামন্ত্রী ও WBTSTA-এর জলপাইগুড়ি জেলার কনভেনার অঞ্জন দাসকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় এইদিন।
সামনেই মাধ্যমিক পরীক্ষা, একনজরে প্রত্যেকটি বিষয়ের সম্ভাব্য কিছু প্রশ্ন । পরীক্ষার্থীদের সুবিধার জন্য শেয়ার করুন।
Full time nite ki somossa .. jai hok aivabe kajer sujol er asha deoyar jnne dhonnobad... R dhonnobad ai portal k amader sobsomoy updated rakhar jonno.
ReplyDeleteবেশ ভালই হইলো।
ReplyDeleteএতে পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা সবাই আনন্দিত।
Egulo assas er biswas nei
ReplyDelete