শিবরাত্রির দিন বানেশ্বরের শিব দিঘিতে ফিরল আটটি মোহন
কোচবিহার
শিবরাত্রির দিন অসুস্থ আটটি মোহন সুস্থ হয়ে বাড়ি ফিরল। বানেশ্বর শিব দিঘিতে তাদের পুনরায় ফিরিয়ে আনা হল। কোচবিহার মোহন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক পরিমল বর্মন জানান, আজকে বানেশ্বর এর ক্ষেত্রে খুব খুশির দিন। প্রায় একমাস আগে এই বানেশ্বর থেকে অসুস্থ হয়ে দশটি মোহনকে চিকিৎসার জন্য কোচবিহারে পাঠানো হয়েছিল। এদের মধ্যে দুটি মোহনের মৃত্যু হয়। বাকি আটটি মোহন কে সুস্থ ভাবে ফিরিয়ে আনা হয়েছে। পরিমল বাবু প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী দিনে মোহন সুরক্ষার ক্ষেত্রে এতটাই ভূমিকা থাকবে বলে আশা করেন তিনি। একই সাথে মোহনের পর্যাপ্ত খাবার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান পরিমল বাবু।
প্রসঙ্গত, বিগত তিন মাস আগে কোচবিহারের ঐতিহ্যবাহী বানেশ্বর মন্দির সংলগ্ন শিব দিঘিতে মোহনের মৃত্যু হতে শুরু করে। দশটির ওপর মোহন মারা যাওয়ার পরে স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাসন এবং মোহন রক্ষা কমিটির যৌথ উদ্যোগে অসুস্থ মোহন গুলিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেই সঙ্গে দীঘির সংস্কার, পাড় বাধাই এবং মোহনের প্রজননের পর্যাপ্ত পরিবেশ তৈরি করার কাজ হয়েছে।
পরিমলবাবু দাবি করে বলেন, আস্তে আস্তে পুনরায় পুরানো ছন্দে ফিরে আসবে বানেশ্বর। এবং এই মোহন কে কেন্দ্র করে তৈরি হবে নতুন পর্যটন কেন্দ্র। যা পরবর্তীতে বানেশ্বর এলাকার আর্থসামাজিক পরিকাঠামো উন্নয়নে সহযোগিতা করবে।।
No comments:
Post a Comment