শুরু হল হস্তশিল্প ও তাঁত এবং খাদি মেলা
সঞ্জিত কুড়ি পূর্ব , বর্ধমান -
শুক্রবার থেকে বর্ধমান শহরের উৎসব ময়দানে শুরু হল পশ্চিমবঙ্গ হস্তশিল্প তাঁত এবং খাদি মেলা। মেলা চলবে ৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১ টা থেকে সন্ধ্যে সাড়ে ৮টা পর্যন্ত।
রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহায়তায় এই মেলার উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, বিডিএ-র চেয়ারম্যান কাকলী তা গুপ্ত, পুরপিতা পরেশ সরকার সহ জেলার বিধায়ক এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও পুরসভার কাউন্সিলাররাও।
এদিন স্বপন দেবনাথ জানিয়েছেন, রাজ্য সরকার এখনও পর্যন্ত ৫ লক্ষ ৬৮ হাজার ৯৮৫ জন হস্তশিল্পীকে সচিত্র পরিচয়পত্র প্রদান করে তাঁদের স্বীকৃতি দিয়েছে। ২০২১-২২ আর্থিক বছরে কলকাতা সহ এই মেলায় মোট ৮৩৯৫ জন শিল্পী অংশ নিয়ে ৭৬ কোটি ৪৯ লক্ষ টাকার ব্যবসা করেছেন। রাজ্য সরকার ২০২১-২২ আর্থিক বছরে ৩১৮৭ জনকে ১ হাজার টাকা করে মাসিক পেনশন দিয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই শিল্পীদের শিল্পের গুণগত মানোন্নয়নে বিভিন্ন সংস্থাকে নিয়োজিত করেছে। ২০২১-২২ আর্থিক বছরে এই দপ্তরের উদ্যোগে আয়োজিত মেলায় ৮৪২২ জন শিল্পী অংশ নিয়ে ৭৬ কোটি ৬০ লক্ষ টাকার ব্যবসা করেছে। বর্ধমানের এই উৎসব ময়দানে গত বছর আয়োজিত মেলায় মোট ৯৫৬ জন শিল্পী অংশ নিয়ে প্রায় ৬০ লক্ষ টাকার ব্যবসা করে। এবছর এই মেলায় প্রায় ১১০০ জন শিল্পী অংশ নিচ্ছেন।
No comments:
Post a Comment