Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, February 20, 2023

DA-এর দাবিতে দিনহাটা আদালত চত্বরে কর্মবিরতি বিক্ষোভ-তুলে দিল তৃণমূল

DA-এর দাবিতে দিনহাটা আদালত চত্বরে কর্মবিরতি বিক্ষোভ-তুলে দিল তৃণমূল 

Dinhata court da news



DA এর দাবিতে আজ ও কাল রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মীরা। সেই আঁচ পড়ে দিনহাটা আদালতেও। দিনহাটা আদালত চত্বরে আদালত কর্মচারীরা কর্মবিরতিতে বিক্ষোভ করে। আর সেই বিক্ষোভ তুলে দিল তৃণমূল কংগ্রেস। 



সোমবার সকাল থেকে রাজ্য সরকারের বকেয়া DA প্রদানের দাবিতে দিনহাটা আদালত চত্বরে কর্মবিরতি পালন করে আদালত কর্মচারীরা। এরপর দুপুরে কর্মবিরতি বিক্ষোভ তুলে দেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃনমূলের অভিযোগ আদালত এর সরকারি চেয়ার টেবিল বের করে কর্মবিরতি পালন কেন হবে। শুধু মাত্র উপস্থিতি স্বাক্ষর করে পারিশ্রমিক নেবে তিনি, কর্মবিরতি পালন তা হবে না। যদি কর্মবিরতি পালন করতে হয় তবে ছুটি নিয়ে পালন করুক।



রাজ্য সরকার ৩ শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গিয়ে ঘোষণা করেছিল। যদিও তাতে খুশি নন রাজ্য সরকারি কর্মচারীরা। সোম ও মঙ্গলবার এই বকেয়া ডি এর দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages