Blood Donation: রক্তসংকটে থাকা রোগীকে রক্তদান ওকড়াবাড়ীর যুবক মনিরুজ্জামান
রক্তদানের মতো মহান কাজ করলেন দিনহাটার ওকড়াবাড়ীর ইংরাজী বিষয়ের গৃহশিক্ষক মনিরুজ্জামান। ওকড়াবাড়ী এলাকার এক ২৮-র যুবতী রক্তসংকট নিয়ে দিনহাটা হাসপাতালে ভর্তি ছিলেন। রক্ত জোগাড়ে আমাদের সংবাদ মাধ্যম তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বি পজিটিভ রক্তের সন্ধানে দেওয়া হয় পোস্টার। আর সেই পোস্টার দেখেই এগিয়ে আসেন বছর ২৬-এর যুবক মনিরুজ্জামান।
সকালে এই সংবাদ দেখে ১৫মিনিটের মধ্যে যোগাযোগ করে মনিরুজ্জামান। এর পর ১ঘন্টার মধ্যে দিনহাটা হাসপাতালে গিয়ে রক্তদান করেন। তাঁর এই মহৎ কাজের প্রশংসা পাওয়ার যোগ্য। এত অল্প সময়ে রক্তদানে আগ্রহী হয়ে রক্তদান করাকে কুর্ণিশ।
মনিরুজ্জামান, ওকড়াবাড়ী এলাকার বাসিন্দা। পেশায় গৃহশিক্ষক হলেও সম্প্রতি রেলে চাকরির জন্য মনোনীত হয়েছেন। গৃহশিক্ষকতার পাশাপাশি শিক্ষা ও সামাজিক কর্মমূলক সংস্থা 'সার্কেল'-এর সাথেও যুক্ত মনিরুজ্জামান। রক্ত দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় মনিরুজ্জামানকে ধন্যবাদ জানিয়েছে রোগী ও তাঁর পরিবার।
No comments:
Post a Comment