Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, March 6, 2023

স্বপ্ন সোসাইটির বসন্ত উৎসব, আনন্দে মাতোয়ারা সকলেই

স্বপ্ন সোসাইটির বসন্ত উৎসব, আনন্দে মাতোয়ারা সকলেই

বসন্ত উৎসব

প্রতি বছর এর ন্যায় এবছরও স্বপ্ন সোসাইটি এর পরিচালনায় তথা ব্যবস্থাপনায় পথ ইনক্লুসিভ মডেল স্কুল,পথ বিশেষ বিদ্যালয় এবং তরাই অ্যান্ড ডুয়ার্স স্পেশাল এডুকেশন কলেজ এর যৌথ উদ্যোগে ৬ই মার্চ ধুমধাম করে বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো, প্রত্যেকেই দোল উৎসব-এ নিজের মনের অন্ধকার মিটিয়ে একটু খুশি ও আনন্দের জন্য হোলির রং এ নিজেকে রাঙিয়ে দিতে চায় এবং আজকেও তার ব্যাতিক্রম হয়নি।




পিমস, পথ এবং তরাই অ্যান্ড ডুয়ার্স স্পেশাল এডুকেশন ট্রেনিং কলেজ এর শিক্ষার্থী প্রত্যেকে কবিতা পাঠ,নাচ ও গানের আসরে মাতিয়ে তোলে অনুষ্ঠান মঞ্চ।শিক্ষক শিক্ষিকা ,অভিভাবক অভিভাবকরাও এই অনুষ্ঠানে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পথ ইনক্লুসিভ মডেল স্কুল এর শিক্ষার্থী কৌস্তভ দাস,নিলয় বর্মন,ঝিলিক বর্মন,ঋষি বর্মন ,সায়ন বর্মন এর কথায়,"আজকে স্কুল এ রঙ এর উৎসব এ সমিল হয়ে খুব আনন্দ হচ্ছে।সবাই মিলে খুব আনন্দ করলাম"। 



অন্যদিকে পথ বিশেষ বিদ্যালয় এর শিক্ষার্থী শুভংকর বর্মন, সুপিনকার বর্মন,সীমা বর্মন,পূজা বর্মনদের চেহারার মধ্যেই ফুটে উঠেছে অনাবিল আনন্দ।তরাই ডুয়ার্স স্পেশাল এডুকেশন ট্রেনিং কলেজ এর শিক্ষার্থী রিম্পা রায়,পার্বতী মুন্ডা,দেবী হীরা বলেন,এখানে সবাই মিলে আনন্দ করতে পারে আমরা খুশি।একটু অন্যরকম অভিজ্ঞতা হলো,সমাজসেবী বিনায়ক নন্দী মহাশয় তার মূল্যবান বক্তব্য পাঠ করেন ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages