Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, March 10, 2023

স্বপ্ন সোসাইটি এবং ফালাকাটা উদয় সংঘের যৌথ উদ্যগে প্রতিবন্ধিদের সহায়ক সারঞ্জাম বিতিরণ শিবির

স্বপ্ন সোসাইটি এবং ফালাকাটা উদয় সংঘের যৌথ উদ্যগে সি আর সি সিকিম এর সহযোগিতায় প্রতিবন্ধিদের সহায়ক সারঞ্জাম বিতিরণ শিবির 

Uday Sangha




ভারত সরকার দ্বারা পরিচালিত সি.আর. সি, সিকিম এর সহ যোগিতায় আজকে শিলবাড়ি হাট এর স্বপ্ন সোসাইটি এবং ফালাকাটা উদয় সংঘের পরিচালনায় শারীরিক ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ADIP স্কিম এর মাধ্যমে প্রায় ১০০জনের হাতে ট্রাই সাইকেল, হুইল চেয়ার, কানে শোনার মেশিন , ব্লাইন্ড দের স্টিক, স্মার্ট ক্যান,মোবাইল হাতে তুলে দেওয়া হয়। আজকের এই কর্মসূচিতে আসেন ট্রাই সাইকেল হুইল চেয়ার নিতে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তঃ থেকে যেমন দলশিং পাড়া GP থেকে, আলিপুরদুয়ার থেকে মাদারিহাট থেকে শালকুমার গ্রামের দুস্ত প্রতিবন্ধিরা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ফালাকাটা বিধানসভার MLA দীপক বর্মন, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতির সন্ধ্যা বিশ্বাস। 



স্বপ্ন সোসাইটির পক্ষ থেকে বিনায়ক নন্দী, অমিতাভ বর্মন, স্বাস্বতী রায় প্রধান, শুভঙ্কর সাহা, আতাউল সরকার এবং ফালাকাটা উদয় সঙ্গের পক্ষ থেকে ছিলেন পিনাকী রায়(সম্পাদক) ,সরজিত গোপ,শিব শংকর ধর,পুন্য সাহা। 




স্বপ্ন সোসাইটির এই মহত কাজকে সাধুবাদ জানিয়েছেন ফালাকাটার বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজকের এই সহায়ক সারঞ্জাম পেয়ে সবাই খুশি হয়েছে I স্বপ্ন সোসাইটির পক্ষ থেকে বিনায়ক নন্দী বলেন যে আমাদের সোসাইটি সব সময় প্রতি বন্ধি দের পাশে আছে। সেই সাথে বলেন গত মাসেইও আমাদের সোসাইটির পূর্ব কাঁঠাল বাড়ি এলাকাতেও একটি ক্যাম্প করেছে। আগামী দিনেও এই রকম আরো কিছু ক্লাবের সঙ্গে যউথো উদ্যগে এই রকম কর্ম সূচি করার পরিকল্পনা আছে। সি. আর. সি, সিকিম থেকে উপস্থিত ফারহাত হোসাইন, রিহ্যাবিলিটেশন অফিসার, জঙ্গম গ্যাংমেই, পি এন্ড ও সি আর সি সিকিম, সবই আইমল wssk সিকিম।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages