Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, March 15, 2023

লিটল ম্যাগাজিন অন্তপ্রাণ সন্দীপ দত্ত : ফিরে দেখা

লিটল ম্যাগাজিন অন্তপ্রাণ সন্দীপ দত্ত : ফিরে দেখা


sandwip dutta


সঞ্জীবন মণ্ডল, কলকাতা :


কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণা কেন্দ্রের কর্ণধার সন্দীপ দত্তের দেহাবসানে বাংলা ভাষা ও সাহিত্যের অপূরণীয় ক্ষতি। আজকের সন্ধ্যার আকাশ ছিল মেঘাচ্ছন্ন; সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে সবাই যখন গৃহবন্দী, ঠিক সেইসময় মোবাইলের স্ক্রীনে ভেসে উঠল- ‘সন্দীপ দত্ত (sandip dutta) আর নেই’। কিছুক্ষণ চুপ করে থাকা ছাড়া আর উপায় ছিলনা।


এই লোকটির সাথে কলেজস্ট্রীটে কত সময় কাটিয়েছি- কত গল্প শুনেছি। লকডাউনের পরবর্তী সময়গুলোতে তিনি খুব একটা বেশীদূর যেতেন না, কথাও একটু কম বলতেন; তবে শুনতেন বেশী।


নীতিশ বিশ্বাস পরিচালিত ‘বাংলা ভাষা মঞ্চের’ তিনি একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। ভাষা মঞ্চের সেই সভাগুলিতেও তিনি (sandip dutta) বলার চেয়ে শুনতেন বেশী। শারিরিক সমস্যার জন্য তাঁর হাত পা কাঁপত।কিন্তু লিটল ম্যাগাজিনের খোঁজে বা গবেষণা সংক্রান্ত বিষয়ে কোন গবেষক তাঁর কাছে গেলে-মন খুলে কথা বলতেন এবং গবেষণার প্রয়োজনীয় উপাদান দিতেও কখনও কার্পণ্য করতেন না। তাঁর (sandip dutta) কাছে গবেষণা সংক্রান্ত সাহায্য চেয়ে পায়নি এমন গবেষক নেই বললেই চলে।

sandip dutta



পত্রিকার নাম ধরে ধরে তিনি (sandip dutta) সূচীপত্র বলতে পারতেন সেই সাথে প্রত্যেকটি পত্রিকার বিষয়বস্তুও তাঁর নখদর্পনে ছিল। শুধুমাত্র ব্যক্তিগত উদ্যোগে লিটল ম্যাগাজিনকে কেন্দ্র করে এতো বড় গবেষণা কেন্দ্র ও লাইব্রেরী ভূ-ভারতে দ্বিতীয়টি আছে বলে আমাদের জানা নেই।


ভারতের বিভিন্ন প্রান্তের বাঙালি ভাষা গবেষকরাই শুধু তাঁর কাছে আসতেন না; বিদেশী বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণারত ছাত্রছাত্রীরাও তাঁর লাইব্রেরীর উপর নির্ভর করতেন- ভবিষ্যতেও করবেন।


সন্দীপ দত্তের (sandip dutta) লিটল ম্যাগাজিন (little magazine) লাইব্রেরীতে ঢুকলেই দেখা যায় সারিবদ্ধ ভাবে বিভিন্ন সিরিজের লিটল ম্যাগাজিন গুলি সাজানো রয়েছে। দেশভাগ, নকশাল আন্দোলন, কবিতা, ছোটগল্প, উপন্যাস বিষয়ক সংখ্যাগুলি কত ছাত্রছাত্রী ও ভাষা গবেষকদের যে নিরলসভাবে সাহায্য করেছে তা বলে বোঝানো মুস্কিল।তাঁর মৃত্যুতে তাই বাঙালি গবেষক মহলে নেমে এলো গভীর শোকের ছায়া।


মাত্র ছাব্বিশ বছর বয়সে ২৩ শে জুন ১৯৭৮ এ তিনি তাঁর লিটল ম্যাগাজিন লাইব্রেরীটি গড়ে তোলেন।বর্তমান সময় পর্যন্ত তাঁর সংগ্রহে রয়েছে প্রায় নব্বই হাজার লিটল ম্যাগাজিন। ত্রিপুরা, বরাকভ্যালি, ডিব্রুগড়, ডিপমাপুর, শিলং, পাটনা, বেনারস, দিল্লী, ঝাড়খণ্ড, ভিলাই, মুম্বাই অর্থাৎ যেখান থেকেই বাংলা লিটল ম্যাগাজিন প্রকাশ হোক না কেন- সন্দীপ দত্তের সংগ্রহে তা থাকবেই- এই ছিল তাঁর পণ এবং স্বপ্ন।


লিটল ম্যাগাজিন (little magazine) সংগ্রাহকের পাশাপাশি তিনি একজন সুদক্ষ সম্পাদকও ছিলেন।তাঁর সম্পাদিত ‘লিটল ম্যাগাজিনে দেশভাগ’ গ্রন্থটির পরিচিতি জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। এছাড়াও লিটল ম্যাগাজিন বিষয়ক গবেষণা গ্রন্থ ‘প্রসঙ্গ লিটল ম্যাগাজিন’, ‘লিটল ম্যাগাজিন ভাবনা’, ‘বাংলা সাময়িক পত্রের ইতিবৃত্ত’, ত্রিপুরার স্রোত প্রকাশনা থেকে প্রকাশিত ‘বিষয় যখন লিটল ম্যাগাজিন’ প্রভৃতি হল তাঁর নির্মিত বিখ্যাত সংকলন।


লিটল ম্যাগাজিন (little magazine) গ্রন্থাগার পরিচালনার পাশাপাশি তিনি গবেষক তৈরীতেও সমানভাবে নজর দিয়েছিলেন। তাই প্রত্যেক বছর নবীণ ও প্রবীণ গবেষকদের পুরস্কার প্রদানের ব্যবস্থাও করেছিলেন।বাংলা ভাষা ও সাহিত্যের বিস্তারেও সমানভাবে সংগ্রাম করেছেন।তাঁর প্রয়াণে একলভ্য পরিবার গভীর বেদনায় ভারাক্রান্ত। তাঁর বিদেহী আত্মার শান্তিকামনায় আমাদের এই ছোট্ট প্রতিবেদন।তাঁর দেখানো পথেই আমাদের পথচলা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages