ডিজিটাল যুগে আজও কাঠের গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে জল্পেশ মেলায়
ময়নাগুড়িঃ ডিজিটাল যুগে বাজারে নানা রকম আধুনিক খেলনা থাকলেও চাহিদা কমেনি জল্পেশের ঐতিহ্যবাহী কাঠের গাড়ির।
উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় শিব তীর্থস্থান জল্পেশ মন্দির । যা অবস্থিত জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে । জল্পেশ মন্দির কে কেন্দ্র করে প্রতি বছর ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে মেলা বসে জল্পেশ মন্দির সংলগ্ন মেলার মাঠে এবং গত ১১ মার্চ থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জল্পেশ মেলা। দশদিন ব্যাপি চলবে উত্তরবঙ্গের সর্বপ্রাচীন প্রসিদ্ধ এই মেলা। এ বছর শিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠিত মেলায় এসেছে দূর-দূরান্ত থেকে নানা রকমারি দোকান । আর সেই রকমারি দোকানদের নিয়েই সেজে উঠেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই জল্পেশ মেলা ।
তবে আধুনিকতার যুগেও নিজের কদর বুঝিয়ে দিয়েছে কাঠে খেলনা গাড়ি । মেলা শুরুতেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আশা কারিগরেরা তৈরি করছে নানা রকমারি কাঠের খেলনা গাড়ি । লরি, ট্রাক আরো বিভিন্ন ধরনের কাঠের তৈরি গাড়ি, কাঠের চাকা কাঠের ফ্রেম তার উপর নকশা কাটা রঙের প্রলেপ আর তাতেই বাজিমাত । মন কেড়ে নিয়েছে কচিকাঁচাদের।
মেলায় কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করাও কিনছে এই কাঠের তৈরি গাড়ি। এর ফলে রোজদিনে মেলা থেকে আগত ক্রেতা-বিক্রেতার ভিড়ে আগের থেকেও বেশি সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন কাঠের তৈরি খেলনা বিক্রেতারা ।
No comments:
Post a Comment